Chennai: এনইইটি নিষিদ্ধ করার দাবি, রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভে ডিএমকে কর্মী সমর্থকরা

রাজ্যপালকে এনইইটি নিষিদ্ধ করার দাবি জানানো হলে রাজ্যপাল তা খারিজ করে দেন। যার জেরে বিক্ষোভে নামেন ডিএমকের কর্মী সমর্থকরা

Photo ANI

এইটিটি চাপানোর বিরুদ্ধে তামিলনাড়ুতে প্রতিবাদে নামলেন ডিএমকে দলের কর্মী সমর্থকরা। কিছুদিন আগেই এক পড়ুয়া ও তার পিতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তামিলনাড়ু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় রাজ্যে এনইইটি চাপানোর বিরুদ্ধে রয়েছেন তাঁরা।

এবার সেই দাবিকে আরও জোরদার করতে ডিএমকের কর্মী সমর্থকরা মৃত ছাত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌনব্রত পালন করলেন। এর পাশাপাশি রাজ্যপালকে এনইইটি নিষিদ্ধ করার জন্য দাবি জানানো হলে তিনি তা খারিজ করে দেন। যার জেরে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ডিএমকের কর্মী সমর্থকরা।

এনইইটি নিয়ে বিভিন্ন রাজ্যের মতবিরোধ রয়েছে। অনেকেই চান না এই শিক্ষা ব্যবস্থা তাদের রাজ্যে চালু হোক। যা ছাত্রদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।