Rapido:২১ কিলোমিটার রাস্তার জন্য ১ হাজার টাকা ভাড়া! র‍্যাপিডো পরিষেবায় ক্ষুদ্ধ গ্রাহক

রাজেন্দ্রর এই পোস্টের নিচে অনেকেই কমেন্টের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যদিও এই ঘটনার দায় নিতে নারাজ র‍্যাপিডো কর্তৃপক্ষ।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ দেশজুড়ে রমরমিয়ে চলছে ক্যাব সার্ভিস(Cab Service)। আর তারই নতুন সংযোজন ক্যাব বাইক(Cab Bike)। অর্থার চারচাকা গাড়ির থেকে কম খরচে বাইকে চেপেই গন্তব্যে পৌঁছে যাওয়ার ব্যবস্থা। এই বাইক সার্ভিস যারা প্রদান করে তার মধ্যে অন্যতম নামকরা সংস্থা হল 'র‍্যাপিডো(Rapido)।' এবার বিস্ফোরক অভিযোগ উঠল এক র‍্যাপিডো চালকের বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এজে স্কিল অ্যাকাডেমির কর্ণধার অশোক রাজ রাজেন্দ্র। সামাজিক মাধ্যম লিঙ্কড ইনে তিনি জানান ২১ কিলোমিটার পথ যাওয়ার জন্য ১০০০ টাকা চান চালক। রাস্তায় জম জমার কারণে ৩৫০ টাকার রাইডের ভাড়া বাড়িয়ে ১০০০ টাকা চান চালক, এমনটাই জানান তিনি। এই ঘটনায় র‍্যাপিডোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাজেন্দ্রর এই পোস্টের নিচে অনেকেই কমেন্টের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যদিও এই ঘটনার দায় নিতে নারাজ র‍্যাপিডো কর্তৃপক্ষ। র‍্যাপিডো সংস্থার দাবি ড্রপ লোকেশন পরিবর্তনের কারণে ভাড়া বাড়ানো হয়েছে।

২১ কিলোমিটার রাস্তার জন্য ১ হাজার টাকা ভাড়া! র‍্যাপিডো পরিষেবায় ক্ষুদ্ধ গ্রাহক