Chandrayaan-3 : চাঁদে পা রাখার পথে চন্দ্রযান ৩, সোনালি মূহূর্তের সাক্ষী থাকতে দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়াল উপস্থিতি প্রধানমন্ত্রীর
বুধবার বিকেল ৬.০৪ মিনিটে শুরু হবে সফট্ ল্যান্ডিং প্রক্রিয়া
আর বেশ কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই চাঁদের ওপর সফল ভাবে পা রাখতে চলেছে ইসরোর চন্দ্রায়ন ৩ (Chandrayaan-3) যান। আর এই অপেক্ষার সময় যেন কাটছে না কোনমতেই। অধীর আগ্রহে ভারতবাসী হিসেবে সেই সাফল্য দেখতে উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয়রা।সেই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশেরও নজর রয়েছে এই মিশনের ওপর। সব মিলিয়ে একটি টান টান উত্তেজনা চন্দ্রযান ৩ এর অবতরনকে ঘিরে।
চন্দ্রায়নের এই সাফল্যর সাক্ষী থাকতে সূদূর দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনি এখন রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহার্নসবাগে।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের মতে, চাঁদের দক্ষিণ অংশে অবতরনের জন্য প্রস্তুত চন্দ্রায়ন ৩ এবং এই সফট্ ল্যান্ডিং প্রক্রিয়া শুরু হবে ভারতীয় সময় ০৬.০৪ মিনিটে।
আর এই উপলক্ষ্যে সারা বিশ্বে থেকে শুভেচ্ছার বার্তা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি কোণে।লন্ডনের অস্কব্রিজ ইউনিভার্সিটিতে এই উপলক্ষ্যে একটি বিশেষ পূজোর আয়োজন করা হয়েছে সেখানকারা ভারতীয় ছাত্র এবং স্কলারদের তত্ববধানে। ভর্জিনিয়াতে চন্দ্রায়ন ৩ ল্যান্ডিংএর সাফল্য চেয়ে বিশেষ পূজোর আয়োজন করেছেন সেখানে অবস্থিত ভারতীয় প্রবাসীরা।
ঋষিকেশের পারমার্থ নিকেতন ঘাটে এই উপলক্ষ্যে একটি গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। ভুবনেশ্বর,বারাণসী, প্রয়াগরাজে এই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে বিশেষ হাভনের।
ভাদোদরাতে বেশ কিছু বাচ্চা চন্দ্রায়ন ৩ সফল ল্যান্ডিয়ের জন্য প্রার্থনার আয়োজন করেন।লক্ষ্ণৌতে ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়াতে চন্দ্রায়ন ৩ এর সাফল্যের জন্য বিশেষ নামাজের ব্যবস্থা করা হয়।
বুধবার চন্দ্রায়ন ৩ এর লাইভ টেলিকাস্ট শুরু হবে বিকেল ৫.২০ নাগাদ। ইসরোর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং দূরদর্শনে দেখা যাবে এই লাইভ টেলিকাস্ট।ভারত বিশ্বের চতুর্থ দেশ যারা চন্দ্রায়ন অভিযানের এই সাফল্যা অর্জন করতে চলেছে। ভারত ছাড়া এই দলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। তবে ভারত একমাত্র দেশ যারা চাঁদের দক্ষিণ অংশে প্রথমবার অবতরণ করতে চলেছে।
চন্দ্রায়ন ৩ ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের চাঁদের দক্ষিণ অংশে অবতরনের অপেক্ষায় দেশ সহ সারা বিশ্ব।