BJP: রাজনীতি না করে বাড়ি গিয়ে রান্নাবান্না করুন, সুপ্রিয়া সুলেকে কটাক্ষ বিজেপি নেতার

বুধবার একটি রাজনৈতিক জনসভায় চন্দ্রকান্ত পাটিল এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে নিয়ে ওই মন্তব্য করেন। চন্দ্রকান্ত পাটিলের ওই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলে, বৃহস্পতিবার তার সাফাই দেন।

Chandrakant Patil, Supriya Sule (Photo Credit: Latestly)

মুম্বই, ২৫ মে:  ফের বিতর্কে মহারাষ্ট্রের (Maharashtra) বিজেপি (BJP) নেতা। এবার এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল। বিজেপি নেতা সুপ্রিয়া সুলে বাড়িতে যান এবং রান্নাবান্না করুন। রাজনীতি না করে সুপ্রিয়া সুলে (Supriya Sule) বাড়িতে গিয়ে রান্নাবান্না করুন বলে কটাক্ষ করেন চন্দ্রকান্ত পাটিল। মহারাষ্ট্রের বিজেপি নেতার ওই মন্তব্যের পরপরই জোর বিতর্ক শুরু হয়ে যায়।

বুধবার একটি রাজনৈতিক জনসভায় চন্দ্রকান্ত পাটিল এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে নিয়ে ওই মন্তব্য করেন। চন্দ্রকান্ত পাটিলের ওই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলে, বৃহস্পতিবার তিনি তার সাফাই দেন। মহারাষ্ট্রের বিজেপি নেতা বলেন, সুপ্রিয়া সুলেকে তিনি অসম্মান করতে চাননি। তিনি গ্রামের মানুষের সঙ্গে গ্রাম্য রীতিতে কথা বলছিলেন। ইচ্ছে করে তিনি সুপ্রিয়া সুলেকে অপমান করতে চাননি বলে দাবি করেন চন্দ্রকান্ত পাটিল।

আরও পড়ুন:  Narendra Modi: সঙ্কটে শ্রীলঙ্কা, খাবার, ওষুধ পাঠিয়ে সাহায্যের আশ্বাস মোদীর