Chandrababu Naidu Arrested: স্কিল ডেভলপমেন্টে দুর্নীতির অভিযোগে গ্রেফতার চন্দ্রবাবু নায়ড়ু

শনিবার ভোর ৬ টার সময় গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নায়ডুকে

চন্দ্রবাবু নাইডু (Photo Credit-ANI)

স্কিল ডেভলপমেন্ট মামলায় গ্রেফতার হলেন টিডিপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।শনিবার কাকভোরে ননদয়াল পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নায়ডুকে। এদিন ভোর ৩ টে নাগাদ চন্দ্রবাবুর কাছে পৌছে যায় বিশাল পুলিশ বাহিনী।তাঁকে গ্রেফতার করা চেষ্টা করা হলে বাধা আসে দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে। এর পাশাপাশি চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে থাকা এসপিজি নিরাপত্তা কর্মীরাও পুলিশকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা দেয়।

অবশেষে সকাল ৬ টার সময় গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নায়ডুকে। জানা গেছে এপি স্কিল ডেভলপমেন্ট কর্পোরেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চন্দ্রবাবু নায়ড়ুকে।

চন্দ্রবাবুকে জারি করা নোটিশে অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১২০(৮), ১৬৬,১৬৭,৪১৮,৪২০,৪৬৫,৪৬৮, ৪৭১, ৪০৯, ২০১, ১০৯ rw৩৪, এবং আরও অন্যান্য ধারা।