10 Per Cent Reservation For Ex-Agniveers: অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষন বিএসএফএ, ঘোষনা কেন্দ্রের
নতুন নিয়মকে লাগু করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বর্ডার সিকিউরিটি ফোর্স, জেনারেল ডিউটি ক্যাডার নিয়োগ বিধিমালা ২০১৫ সংশোধন করা হয়েছে
দেশের জন্য কাজ করা অগ্নিবীরদের জন্য এবার বিরাট সুযোগ। বিএসএফে ১০ শতাংশ সংরক্ষন ঘোষনা অগ্নিবীরদের জন্য। শুধু তাই নয় বয়েসের ক্ষেত্রেও থাকছে ছাড়ের সুযোগ। বৃহষ্পতিবার একটি নোটিফিকেশন জারির মাধ্য়মে এমনই খবর জানিয়েছে। ক্ষমতার ব্যবহারের মাধ্যমে জারি রেছে এই নোটিফিকেশন। প্রার্থী প্রথম বছরের না পরের বছরের সেই অনুযায়ী শিথিল করা হবে বয়সসীমা। ৯ মার্চ থেকে চালু হয়েছে এই নতুন নিয়ম।
এই নতুন নিয়মকে লাগু করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বর্ডার সিকিউরিটি ফোর্স, জেনারেল ডিউটি ক্যাডার নিয়োগ বিধিমালা ২০১৫ সংশোধন করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পদের জন্য অগ্নিবীরদের প্রথম ব্যাচের প্রার্থীরা ৫ বছরের বয়েসে ছাড় পাবেন। পরবর্তীদের ক্ষেত্রে থাকছে ৩ বছর পর্যন্ত বয়েসে ছাড়ের সুযোগ।
বিএসএফে নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের শারিরীক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথাম ব্যাচের অগ্নিবীরেরা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স (CAPF) এবং আসাম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষন পাবেন ২৮ বছর বয়স পর্যন্ত। এর ফলে এই দুই বাহিনীতে থাকা প্রায় ৭৩ হাজার শূন্য পদও পূরণ হবে প্রশিক্ষিত সেনার দ্বারা।