Central removed SPG security cover of the Gandhi Family: কেন্দ্রের নিদান, গান্ধী পরিবারের বিশেষ সুরক্ষা বলয় সরিয়ে আসছে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা
গোয়েন্দা দপ্তর সূত্রের খবরে গান্ধী পরিবারের (Gandhi Family) নিরাপত্তায় বড়সড় রদবদল। এসপিজি-র (SPG) বদলে প্রিয়াঙ্কা, (Priyanka) রাহুল (Rahul) ও সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) নিরাপত্তায় এবার সিআরপিএফ। জানা গিয়েছে কেন্দ্রের তরফে এই জেড প্লাস ক্যাটেগরির (Z Plus) নিরাপত্তার বন্দোবস্তের নেপথ্যে রয়েছে প্রাণ নাশের হুমকি। সব গোয়েন্দা সংস্থার তরফে এই তথ্যা পেয়েই গান্ধী পরিবারের বর্তমান সদস্যদের নিরাপত্তা বদলে দেওয়া হল। গত সেপ্টেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (former Prime Minister Manmohan Singh) এসপিজি নিরাপত্তাও সরিয়ে নেয় কেন্দ্র। তার বদলে মনমোহনের নিরাপত্তাতেও এসেছে সিআরপিএফ (CRPF) অর্থাৎ জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা।
নতুন দিল্লি, ৮ নভেম্বর: গোয়েন্দা দপ্তর সূত্রের খবরে গান্ধী পরিবারের (Gandhi Family) নিরাপত্তায় বড়সড় রদবদল। এসপিজি-র (SPG) বদলে প্রিয়াঙ্কা, (Priyanka) রাহুল (Rahul) ও সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) নিরাপত্তায় এবার সিআরপিএফ। জানা গিয়েছে কেন্দ্রের তরফে এই জেড প্লাস ক্যাটেগরির (Z Plus) নিরাপত্তার বন্দোবস্তের নেপথ্যে রয়েছে প্রাণ নাশের হুমকি। সব গোয়েন্দা সংস্থার তরফে এই তথ্যা পেয়েই গান্ধী পরিবারের বর্তমান সদস্যদের নিরাপত্তা বদলে দেওয়া হল। গত সেপ্টেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (former Prime Minister Manmohan Singh) এসপিজি নিরাপত্তাও সরিয়ে নেয় কেন্দ্র। তার বদলে মনমোহনের নিরাপত্তাতেও এসেছে সিআরপিএফ (CRPF) অর্থাৎ জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা। আপাতত এই কম্যান্ডোদের সুরক্ষা বলয়ে থাকবেন গান্ধী পরিবারের তিন সদস্য। অন্যদিকে, মূলত দেশের হাইপ্রোফাইল ব্যক্তিত্ব ও নামি রাজনীতিকদের নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি।
জানা গিয়েছে, গতমাসেই কেন্দ্রের বিজেপি সরকারের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দেশের নামকরা ব্যক্তিত্বরা বিদেশ সফরে গেলে তখন এসপিজি তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকবে। মূলত রাহুল গান্ধী কম্বোডিয়া সফরে চলে যাওয়ার পরেই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যাঁর জন্য এমন সুরক্ষা বলয় তৈরি হবে, তিনি যদি এসপিজির নিরাপত্তা নিতে অস্বীকার করেন, তাহলে প্রাণ নাশের যে হুমকি এসেছে তার ভিত্তিতে ওই ব্যক্তির বিদেশ সফর বাতিল করে দেবে কেন্দ্রের সরকার। আরও পড়ুন- Guru Nanak Dev’s 550th Birth Anniversary Celebrations: গুরু নানকের ৫৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি ঘোষণা করল পাঞ্জাব সরকার
শোনা যাচ্ছে আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যাবে। তবে এনিয়ে রাহুল গান্ধীদের কি প্রতিক্রিয়া তা জানার চেষ্টা হয়েছিল। তবে গান্ধী পরিবার সূত্রের খবর, এখনও পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরকারি তরফে তাঁদের কিছু জানানো হয়নি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)