Platform Ticket: ভিড়ের চাপে বান্দ্রা স্টেশনে দুর্ঘটনার জেরে যে সব স্টেশনে বন্ধ হল প্ল্যাটফর্ম টিকিট

অত্যধিক ভিড়ের চাপে রবিবার সকালে বান্দ্রা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় ৯ জন গুরুতর জখম হন

Bandra Stampede (Photo Credits: ANI)

মুম্বই, ২৭ অক্টোবর: Stampede at Mumbai’s Bandra Railway Station: ভিড়ের জন্য 'কুখ্যাত'মুম্বইয়ের ট্রেন পরিষেবায় উতসবের আবহে সেখানকার রেলস্টেশনগুলিতে বাড়ছে ভিড়। আর অত্যধিক ভিড়ের চাপে রবিবার সকালে বান্দ্রা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় ৯ জন গুরুতর জখম হলেন। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনার পর নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। মুম্বই ও মুম্বই শহরতলীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা বন্ধ করল রেল।

যে সব স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ করল মধ্য রেলওয়ে সেগুলি হল - ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, দাদর, লোকমান্য তিলক টার্মিনাস, থানে, কল্যাণ, পুণে ও নাগপুর। দিওয়ালি ও ছটপুজোর ভিড়ের কথা মাথায় রেখে আজ থেকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্রের এই কটি জনবহুল স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হল। শুধুমাত্র অসুস্থ ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে।

যে সব স্টেশনে বন্ধ প্ল্যাটফর্ম টিকিট

রেলকর্মী, নথিভুক্ত হকার, কুলির আর ট্রেনে যাতায়াতকারী ছাড়া এইসব স্টেশনগুলিতে আর কেউ স্টেশনে যেতে পারবেন না।