Katihar Firing Incident: প্রকাশ্যে কাটিহারে গুলি চালানোর ঘটনার ভিডিয়ো, শুনুন কী বলছেন পুলিশ সুপার

শুক্রবার অবশেষে প্রকাশ্যে এল বিহারের কাটিহারে গুলি চালানোর ঘটনার ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, একটি বিল্ডিংয়ের সামনে ও মধ্যে প্রচুর লোক জড়ো হয়ে রয়েছে।

Photo Credits: IPRD

কাটিহার: শুক্রবার অবশেষে প্রকাশ্যে এল বিহারের (Bihar) কাটিহারে (Katihar) গুলি চালানোর ঘটনার (Katihar firing incident) ভিডিয়ো (video)। যেখানে দেখা যাচ্ছে, একটি বিল্ডিংয়ের সামনে ও মধ্যে প্রচুর লোক জড়ো হয়ে রয়েছে। আচমকা একটি যুবক (Youth) এগিয়ে গিয়ে একজন ব্যক্তির সামনে দাঁড়াতে হুড়োহুড়ি লেগে যায় চারিদিকে। সবাই দৌড়ে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের পেজে।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে কাটিহারের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার (Katihar SP Jitendra Kumar) বলেন, "আজকে আমরা ঘটনাস্থলে (incident spot) তদন্তের (inquiry) জন্য এসেছিলাম। আমরা যা করছি তা তথ্য-প্রমাণ (fact-based) দেখেই করছি। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাও (CCTV camera) পরীক্ষা করে দেখেছি। এখানে এসেই আমরা প্রথমে যেখানে মৃতদেহ (body) উদ্ধার হয়েছিল সেখানে যাই। আর জায়গাটি ভালো করে দেখে বুঝতে পারি যে মৃত ব্যক্তি যে দূরত্বে ছিল সেখানে পুলিশের বুলেট (bullet) এসে লাগা অসম্ভব (impossible)। সিসিটিভিতে এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি যুবক এসে প্রকাশ্যে দুই ব্যক্তির উপর গুলি চালায় (opens fire)। এর ফলেই তাঁদের মৃত্যু হয়।" আরও পড়ুন: Delhi Murder: মেয়ের খুনিদের মৃত্যুদণ্ড চান, কান্নায় ভেঙে পড়লেন দিল্লিতে মৃত তরুণীর বাবা

দেখুন ভিডিয়ো: