IPL Auction 2025 Live

আজ CCD-র সব আউটলেট বন্ধ, প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থের মৃত্যুর শোকে আজ 'ক্যাফে কফি ডে'-র দরজা বন্ধ

প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থের দুর্ভাগ্যজনক মৃত্য়ুতে আজ, বুধবার দেশজুড়ে 'ক্যাফে কফি ডে' (CCD)-র সব আউটলেট বন্ধ। নেত্রাবতী নদী থেকে প্রতিষ্ঠাতা সিদ্ধার্থের দেহ উদ্ধারের পরই কোম্পানি সিদ্ধান্ত নেয়, প্রতিষ্ঠানের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে দেশের সব CCD আউটলেট বন্ধ রাখা হবে।

আজ ক্যাফে কফি ডে-র আউটলেট বন্ধ। (Photo Credits: IANS)

মুম্বই, ৩১ জুলাই: CCD Outlets Shut Today। প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থের দুর্ভাগ্যজনক মৃত্য়ুতে আজ, বুধবার দেশজুড়ে 'ক্যাফে কফি ডে' (CCD)-র সব আউটলেট বন্ধ। নেত্রাবতী নদী থেকে প্রতিষ্ঠাতা সিদ্ধার্থের দেহ উদ্ধারের পরই কোম্পানি সিদ্ধান্ত নেয়, প্রতিষ্ঠানের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে দেশের সব CCD আউটলেট বন্ধ রাখা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, '' সিসিডি-র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সিদ্ধার্থের মৃত্য়ুতে ২৪০টি শহরে ১৭৫০টি আউটলেটেই সম্পূর্ণ বন্ধ থাকবে।''আরও পড়ুন-সানি লিওনের মোবাইল নম্বর ফাঁস!

২৪ ঘণ্টার তল্লাশি অভিযানের পর শেষ অবধি নেত্রাবতীর নদী থেকে উদ্ধার হল ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থ-র দেহ। আজ, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিকৃত অবস্থায় দেহ উদ্ধারের পর, ভিজে সিদ্ধার্থের পরিবারের লোকেরা নিশ্চিত করেন এটি তাঁরই মৃতদেহ।

সিদ্ধার্থর দেহ ময়না তদন্তের জন্য ভেনলক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকালই বিভিন্ন খবর থেকে মনে হচ্ছিল ভারতের কফি বাদশা হয়তো আত্মহত্যাই করেছিলেন। সেই আশঙ্কাই সত্যি হল।