CCD প্রতিষ্ঠাতা ভিজি সিদ্ধার্থের দেহ উদ্ধার, ৩৬ ঘণ্টা পর কফি বাদশা-র দেহের খোঁজ
আশঙ্কাই সত্যি হল। ২৪ ঘণ্টার তল্লাশি অভিযানের পর শেষ অবধি নেত্রাবতীর নদী থেকে উদ্ধার হল ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থ-র দেহ। আজ, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিকৃত অবস্থায় দেহ উদ্ধারের পর, ভিজে সিদ্ধার্থের পরিবারের লোকেরা নিশ্চিত করেন এটি তাঁরই মৃতদেহ।
বেঙ্গালুরু, ৩১ জুলাই: CCD Founder VG Siddhartha Found Dead। আশঙ্কাই সত্যি হল। ২৪ ঘণ্টার তল্লাশি অভিযানের পর শেষ অবধি নেত্রাবতীর নদী থেকে উদ্ধার হল ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থ-র দেহ। আজ, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিকৃত অবস্থায় দেহ উদ্ধারের পর, ভিজে সিদ্ধার্থের পরিবারের লোকেরা নিশ্চিত করেন এটি তাঁরই মৃতদেহ।
সিদ্ধার্থর দেহ ময়না তদন্তের জন্য ভেনলক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকালই বিভিন্ন খবর থেকে মনে হচ্ছিল ভারতের কফি বাদশা হয়তো আত্মহত্যাই করেছিলেন। সেই আশঙ্কাই সত্যি হল। আরও পড়ুন-তিন তালাক বিল পাশ
সিসিডি কর্ণধারের অনুসন্ধানে সামিল হয়েছিলেন প্রায় ৪০০ জনের একটি দল। নেত্রাবতী নদীতে ও তার সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালাচ্ছিল পুলিশ, উপকূল রক্ষা বাহিনীর ডুবুরিরা। তাদের চেষ্টাতেই উদ্ধার হল সিদ্ধার্থের দেহ।
সোমবার সন্ধ্যায় মেঙ্গালুরুর নেত্রাবতী নদীর উপরে এক সেতুতে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে যান ভারতের কফির বাদশা। এর পর থেকেই আর কোনও খোঁজ মিলছিল না তাঁর।