Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই তলব, রবিবার হাজিরার নির্দেশ কেজরিকে
এবার সিবিআই দফতরে জেরার জবাব দিতে হাজির হতে হবে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-কে।
নতুন দিল্লি, ১৪ এপ্রিল: এবার সিবিআই দফতরে জেরার জবাব দিতে হাজির হতে হবে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-কে। যে আবগারি দুর্নীতি মামলায় জেল খাটছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সেই কাণ্ডে এবার খোদ অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল সিবিআই। রবিবার, ১৬ এপ্রিল মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি তদন্তে জেরা করতে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তাদের দাবি, আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালের জড়িত থাকার কথা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে। দুর্নীতির গোড়ায় পৌঁছতে কেজরিকে জেরা জরুরি বলে মনে করছে সিবিআই। গত ৯ মার্চ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আবগারি মামলায় গ্রেফতার করেছিল ইডি। বারবার জামিনের আবেদন করলেও মণীশ সিসোদিয়া এখনও তিহার জেলে বন্দি। আরও পড়ুন-বীরভূমে বিজেপির জনসভায় অমিত শাহকে ত্রিশূল উপহার দলীয় কর্মীদের, দেখুন ভিডিয়ো
দেখুন টুইট
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে.সি রাওয়ের মেয়ে কে কবিতাকে আবগারি দুর্নীতি মামলায় জেরা করে ইডি।