CBI Summon Sameer Wankhede: মাদক মামলায় সিবিআই দফতরে হাডিরা সমীর ওয়াংখেড়ের

২৫ কোটি টাকা তোলাবাজির অভিযোহগ উঠেছিল প্রাক্তন এনসিবি ডিরেক্টর সমীর ওয়াখেড়ের বিরুদ্ধে

Photo Credit IANS

মাদক মামলায় এবার সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন প্রাক্তন এনসিবি ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। শনিবার মুম্বাইয়ের সিবিআই দফতরে পৌছে যান তিনি। আরিয়ান খান মাদক মামলায় ২৫ কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

শনিবার সিবিআই দফতরে হাজিরা দেওয়া কথা জানানোর পরেই বম্বে হাইকোর্টের তরফে শুক্রবার সমীর ওয়াংখেড়েকে মে মাসের ২২ তারিখ পর্যন্ত অর্ন্তবর্তীকালীন রক্ষাকবচ দেওয়া হয়েছিল এই মামলায়।

দুর্নীতি মামলায় আগাম গ্রেফতারি এড়াতে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চের দারস্থ হয়েছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বিরুদ্ধে সমন জারি করলেও সেখানে হাজির হননি তিনি। দিল্লি হাইকোর্টের তরফে তাকে ২২ মে পর্যন্ত অর্ন্তবর্তীকালীন সময় দেওয়া হয় এবং বম্বে হাইকোর্টে আপিল করতে বলা হয় ওয়াংখেড়েকে।

শাহরুখ খানের পরিবার থেকে ২৫ কোটি টাকা তোলাবজির অভিযোগ ছিল ওয়াংখেড়ের বিরুদ্ধে। এছাড়া তদন্তকারী অফিসাররা সমীর ওয়াংখেড়ের বিলাসবহুল বিদেশ ভ্রমণ এবং দামি ঘড়ি কেনার বিষয়েও প্রশ্ন তুলেছেন।

যদিও ওয়াংখেড়ের পক্ষ থেকে আদালতে সিবিআইয়ের তরফে দায়ের করা এফআইআর রদ করার কথা জানানো হয়েছে। তাঁর ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই এমনটা করা হচ্ছে বলে জানিয়েছেন সমীর ওয়াংখেড়ে। এর পরবর্তে এনসিবি ডিরেক্টর জ্ঞানেশ্বর সিংয়ের বিরুদ্ধে এফআইআর করার দাবি আদালতে জানিয়েছেন তিনি।