CBI Raids: জমির বদলে চাকরি মামলা, বিহারে আরজেডি নেতার বাড়িতে অনুসন্ধান জারি সিবিআইয়ের
জমি দুর্নীতি কাণ্ডে এর আগেও বেশ কয়েকবার তল্লাশি চালিয়েছিল সিবিআই
জমি দুর্নীতি কাণ্ডে পাটনা সহ বিহারে বেশ কিছু এলাকায় তল্লাশি চালাল সিবিআই। আরজেডি এমএলএ কিরণ দেবী এবং অরুণ যাদবের বাড়িতে চালানো হয় তল্লাশি।এছাড়া প্রেম চাঁদ গুপ্তা নামক এক ব্যক্তির দিল্লি, গুরুগ্রাম এবংনয়ডার বাড়িতেও চলানো হয় তল্লাশি।
গত মাসেও ইডির তরফে বিহার এবং অন্যান্য স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো হয় প্রক্তন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ এবং অন্যন্য নেতাদের বাড়িতেও।
পিটিআইয়ের তরফে জানা গেছে সিবিআইয়ের এই জমি দুর্নীতি অনুসন্ধানে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৩ লক্ষ টাকা, ১৯০০ মার্কিন ডলার, ৫৪০ গ্রামের সোনার বাট,১.৫ কেজির সোনার অলঙ্কার।
লালু প্রসাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, জমির বদলে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। ২০০৪ থেকে ২০০৯ এর মধ্যে রেলের গ্রুপ ডি পদে মুম্বই, কলকাতা, হাজিপুর, জয়পুরে বেশ কিছু নিয়োগ করা হয়েছিল এই দুর্নীতির মাধ্যমে।