CBI Raid At Residence Of Manish Sisodia: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে সিবিআই হানা (CBI Raid)। এছাড়াও দিল্লি ও আশপাশের অঞ্চলে ২০টিরও বেশি জায়গায় আজ সকালে একযোগে তল্লাশিতে নেমেছে সিবিআই। দিল্লির আবগারি নীতিতে (Delhi Excise Policy) অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে খবর।

CBI Raid At Residence Of Manish Sisodia (Photo: ANI)

নতুন দিল্লি, ১৯ অগাস্ট: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে সিবিআই হানা (CBI Raid)। এছাড়াও দিল্লি ও আশপাশের অঞ্চলে ২০টিরও বেশি জায়গায় আজ সকালে একযোগে তল্লাশিতে নেমেছে সিবিআই। দিল্লির আবগারি নীতিতে (Delhi Excise Policy) অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে খবর।

সিবিআই-র একটি দল তাঁর বাসভবনে পৌঁছনোর পরেই মণীশ সিসোদিয়া (Delhi Dy CM Manish Sisodia) টুইট করেন। তিনি লেখেন, "সিবিআই এসেছে। আমরা সৎ, লক্ষাধিক শিশুর ভবিষ্যৎ গড়ে তুলছি। দুর্ভাগ্যজনক যে এই দেশে যে ভাল কাজ করে তাঁকে ঠিক এভাবেই ঝামেলাতে ফেলা হয়। সেই কারণেই আমাদের দেশ এখনও এক নম্বর নয়। সিবিআই আমার বাড়িতে রয়েছে। আমি তদন্ত সংস্থাকে সহযোগিতা করব, তারা আমার বিরুদ্ধে কিছু খুঁজে পাবে না।"

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, "সিবিআইকে স্বাগত জানাই। আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। আগেও তল্লাশি হয়েছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি। এখনও কিছু পাওয়া যাবে না।"