IPL Auction 2025 Live

Lalu Prasad Yadav: সংক্রমণের আশঙ্কা, লালুকে জিজ্ঞাসাবাদের সময় সিবিআইকে মানতে হবে মেডিকেল প্রটোকল

সম্প্রতি লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন হয়। ফলে কিডনি প্রতিস্থাপনের পর কোনওভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা লালু প্রসাদের কাছে গিয়ে তাঁকে প্রশ্ন করতে পারবেন না বলে জানানো হয়।

Lalu Prasad Yadav (Photo Credit: ANI)

দিল্লি, ৭ মার্চ: লালু প্রসাদ (Lalu Prasad Yadav) যাদবকে জিজ্ঞাসাবাদের সময় যাবতীয় মেডিকেল নিয়ম চলতে হবে। লালু প্রসাদকে জিজ্ঞাসাবাদের সময় সিবিআই (CBI) আধিকারিকদের মাস্ক পরতে হবে। সেই সঙ্গে তাঁর সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানানো হয়। সম্প্রতি লালু প্রসাদ যাদবের কিডনি প্রতিস্থাপন হয়। ফলে কিডনি প্রতিস্থাপনের পর কোনওভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা লালু প্রসাদের কাছে গিয়ে তাঁকে প্রশ্ন করতে পারবেন না বলে জানানো হয়। চিকিৎসকদের কথা অনুযায়ী না চলে  লালু প্রসাদ যাদবকে প্রশ্ন করা হলে,তাঁর সংক্রমণ হতে পারে আশঙ্কা।

আরও পড়ুন:  CBI visits Rabri Devi's residence: ‘জমির বিনিময়ে চাকরি’ র তদন্তে রাবড়ি দেবীর বাড়িতে পৌঁছল সিবিআই

প্রসঙ্গত জমির বিনিময়ে চাকরির মামলায় নাম জড়িয়ে যায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের। লালু প্রসাদের পাশাপাশি তাঁর স্ত্রী তথা বিহারের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীরও নাম উঠে আসে। এরপরই রাবড়ি দেবীর বাড়িতে সোমবার হাজির হন তদন্তকারীরা। রাবড়ি দেবীর পাশাপাশি লালু প্রসাদ যাদবকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।