Operation Chakra II: আটটি রাজ্যের ৭৬টি জায়গায় একসঙ্গে হানা CBI-এর, বাজেয়াপ্ত একাধিক ডিজিটাল ডিভাইস
বৃহস্পতিবার দেশের আটটি রাজ্যের ৭৬টি জায়গায় একসঙ্গে বড় মাপের হানা দিল সিবিআইয়ের তদন্তকারীরা। অপারেশন চক্র ২ নামে ওই অভিযানের মাধ্যমে বড়সড় একটি সংগঠিত সাইবার আর্থিক ক্রাইম চক্রের পর্দা ফাঁস করেন তাঁরা।
নয়াদিল্লি: বৃহস্পতিবার দেশের আটটি রাজ্যের ৭৬টি জায়গায় (76 locations) একসঙ্গে বড় মাপের (massive crackdown) হানা দিল সিবিআইয়ের তদন্তকারীরা (Central Bureau of Investigation)। অপারেশন চক্র ২ (Operation Chakra II) নামে ওই অভিযানের মাধ্যমে বড়সড় একটি সংগঠিত সাইবার আর্থিক ক্রাইম (organised cyber financial crimes) চক্রের পর্দা ফাঁস করেন তাঁরা। আরও পড়ুন: Bombay High Court: শরদ পাওয়ারের নাতির কারখানা বন্ধ করার মহারাষ্ট্র দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নির্দেশ খারিজ বোম্বে হাই কোর্টে
এপ্রসঙ্গে একজন সিবিআই আধিকারিক (CBI official) জানান, সংস্থার তরফে উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহার (Bihar), কর্নাটক (Karnataka), কেরল (Kerala), তামিলনাড়ু (Tamil Nadu), দিল্লি (Delhi), পাঞ্জাব (Punjab) ও হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ৭৬টি জায়গায় তল্লাশি চালানো হয়। এতে প্রচুর ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত (digital devices) করা হয়েছে। আরও পড়ুন: Odisha Crime Branch: ভুয়ো অ্যাকাউন্ট খুলে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের মানুষের টাকা লুটের অভিযোগ, ধৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা-সহ ৩