CBI: ৪৫ হাজার টাকার ঘুষ নেওয়ার অভিযোগে মাদার ডেয়ারির আধিকারিককে গ্রেফতার করল সিবিআই

ডিস্ট্রিবিউটরশিপ বাতিল না করার জন্য এক ব্যবসায়ীর থেকে ঘুষ নিয়েছিলেন মাদার ডেয়ারির দিল্লিতে দক্ষিণের সেলস বিভাগের জোনাল ইনচার্জ।

CBI (image credit- IANS)

ডিস্ট্রিবিউটরশিপ বাতিল না করার জন্য এক ব্যবসায়ীর থেকে ঘুষ নিয়েছিলেন মাদার ডেয়ারির (Mother Dairy) দিল্লিতে দক্ষিণের সেলস বিভাগের জোনাল ইনচার্জ। আর সেই অভিযোগে শনিবার গ্রেফতার করা হল ওই আধিকারিককে। জানা যাচ্ছে, অভিযোগকারীর থেকে ৪৫ হাজার টাকা ঘুষ নিয়েছিল ওই অফিসার। তারপর সে কে পুরো বিষয়টি জানালে শুরু হয় তদন্ত। বিগত কয়েকমাসে অভিযুক্ত আধিকারিককে বেশ কয়েকবার তলবও করেছিল। অবশেষে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, কয়েকমাস আগে ওই ব্যবসায়ী ডিস্ট্রিবিউটরশিপ পুনর্নবীকরণ নিয়ে মাদার ডেয়ারির আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে তাঁর থেকে ৬০ হাজার টাকা দাবি করা হয়। পরবর্তীকালে সে ৪৫ হাজারে মানে। তারপর তাঁকে সেই টাকাও দেওয়া হয়। এরপরেই ওই অফিসারের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।