Bharat Bandh on May 25: বেসরকারি চাকরি ক্ষেত্রে অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘুদের সংরক্ষণের দাবিতে আগামী কাল ভারত বনধ

আগামী কাল ২৫ মে ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে সারা ভারত অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু্ সম্প্রদায়ের কর্মচারী সংগঠন BAMCEF।

Representational Image (Pic Credit- ANI)

আগামী কাল ২৫ মে ভারত বনধের (Bharat Bandh) ডাক দিয়েছে সারা ভারত অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু্ সম্প্রদায়ের কর্মচারী সংগঠন BAMCEF। কারণ কেন্দ্র এখনও অনগ্রসর শ্রেণির জন্য জাতিভিত্তিক আদমশুমারি করেনি। আর সেকারণেই ভারত বনদের ডাক দিয়েছে  BAMCEF।

বহুজন মুক্তি পার্টির সাহারানপুর জেলা সভাপতি নীরজ ধিমান বলেছেন, "অনগ্রসর শ্রেণির জন্য জাতিভিত্তিক আদমশুমারি  না করার প্রতিবাদে ও কেন্দ্রের কাছে নিজেদের দাবি তুলে ধরতেই এই বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" BAMCEF-এর ডাকা এই বনধকে পূর্ণ সমর্থন জানিয়েছে বহুজন মুক্তি পার্টি। এদিকে ডিপি সিং, দলের কার্যকরী সভাপতি এই বনধ সফল করার জন্য দলীয় কর্মী সমর্থকদের কাছে আবেদন রেখেছেন। বহুজন ক্রান্তি মোর্চার জাতীয় কনভেনর ওয়ামান মেশারাম আগামী কালকের বনধে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

ভারতীয় যুব মোর্চার দাবিসমূহ

এই সব দাবিতে এর আগে গত ২২ মার্চ ও ১৮ এপ্রিল বিক্ষোভ দেখানো হয়েছে।