IPL Auction 2025 Live

CAA Stir: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০, ০০০ পড়ুয়ার বিরুদ্ধে মামলা করল উত্তরপ্রদেশ পুলিশ

উত্তরপ্রদেশ পুলিশ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০,০০০ জন ছাত্রছাত্রীর ওপর কেস ফাইল করে। কেস ফাইলে কারও নাম লেখা নেই। গত ১৫ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার ফলে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ ও পড়ুয়াদের মধ্যে খন্ডযুদ্ধ বেঁধে যায়। পড়ুয়াদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করা হয়।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (Photo Credits: Twitter/@RATHA_RADHA)

লখনউ, ২৮ ডিসেম্বর: উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh Muslim University) প্রায় ১০,০০০ জন ছাত্রছাত্রীর ওপর কেস ফাইল করে। কেস ফাইলে কারও নাম লেখা নেই। গত ১৫ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে বিক্ষোভ দেখান। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার ফলে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ ও পড়ুয়াদের মধ্যে খন্ডযুদ্ধ বেঁধে যায়। পড়ুয়াদের (Students) ওপর বেপরোয়া লাঠিচার্জ করা হয়।

দিন প্রায় ৬০ জন পড়ুয়া আহত হয়েছিলেন। অনেকে রাবার বুলেটের আঘাতেও আহত হয়েছিলেন। ডিসেম্বর ১৫ তারিখের পর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভ এরপর আরও বাড়তে থাকে এবং ভয়ানক রূপ নেয়। আটজন পড়ুয়াসহ মোট ২৬ জনকে এইদিন আটক করা হয়। এরপর বন্ডে সাক্ষর করে তাঁরা ছাড়া পেয়ে যান।

আরও পড়ুন, বিক্ষোভকারীরা ভীত, তাদের কাঁদিয়ে ছাড়বেন টুইটে হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

এরআগে উত্তরপ্রদেশ পুলিশ ১২০০ জন ছাত্রছাত্রী যারা মোমবাতি মিছিলে হেঁটে প্রতিবাদ করছিলেন তাদের ওপর এফআইআর করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ১৪৪ ধারা লঙ্ঘনের। ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮ এবং ৩৪১ তাদের ওপর এই ধারাগুলি দিয়ে এফআইআর করা হয়। একমাত্র উত্তরপ্রদেশে এত সংখ্যক বিক্ষোভকারীর ওপর এফআইআর ও কেস ফাইল করা হয়। যোগী সরকার আবার উত্তরপ্রদেশের সকল বিক্ষোভকারীদের শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়েছে।