Byju's: আর আসতে হবে না অফিসে! কর্মীদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিল বাইজুস

Byjus (Photo Credits: Twitter)

আর্থিক সমস্যায় জর্জরিত দেশের অন্যতম ইডুটেক সংস্থা বাইজুস (Byju's)। গতমাসে কর্মীদের বেতন পর্যন্ত দিতে পারেনি সংস্থা। এই অবস্থায় দেশজুড়ে ১৪ হাজার কর্মচারীর জন্য বড়সড় সিদ্ধান্ত নিলেন সংস্থার সিইও অর্জুন মোহন (Arjun Mohan)। সোমবার থেকে স্থায়ীভাবে কর্মীদের ওয়ার্ক ফর্ম হোম করার নির্দেশ দেওয়া হল। এই মুহূর্তে দেশজুড়ে ৩০০টির বেশি স্টাডি সেন্টার আছে। জানা যাচ্ছে, সেই অফিসগুলির ওপর খরচ করার মতো টাকা সংস্থার কর্তৃপক্ষের কাছে নেই তাই কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে একমাত্র বেঙ্গালুরুর নলেজ পার্ক এলাকা সংস্থার মূল অফিস রয়েছে, সেটি খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্জুন। এই মুহূর্তে বাইজুসের অবস্থা খুব শোচনীয়। বকেয়া রয়েছে সংস্থার কর্মীদের ফেব্রুয়ারি মাসের বেতন। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারি মসাের বকেয়া বেতন মার্চের মধ্যেই দেওয়া হবে।

তবে বেতন নিয়ে দুশ্চিন্তার মাঝে সংস্থার তরফ থেকে বাড়িতে বসে কাজ করার সিদ্বান্ত  কর্মীদের মাথায় চিন্তার ভাঁজ ফেলল। তাহলে কি সত্যি ই আগামীদিনে বন্ধ হতে চলেছে বাইজুস। এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মধ্যে।