Bye-Elections 2020: ১১ টি রাজ্যের ৫৬ টি বিধানসভা ও একটি লোকসভা আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন, বাদ পড়ল পশ্চিমবঙ্গ
মঙ্গলবার ভারতীয় নির্বাচন কমিশন ১১টি রাজ্যের ৫৬ টি বিধানসভা আসনে এবং একটি লোকসভা আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করল। এর মধ্যে ৫৪ টি বিধানসভা আসনের বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। বাকি একটি বিধানসভা ও লোকসভা উপনির্বাচন হবে ৭ নভেম্বর। ফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর।
নতুন দিল্লি, ২৯ সেপ্টেম্বর: মঙ্গলবার ভারতীয় নির্বাচন কমিশন (ECI) ১১টি রাজ্যের ৫৬ টি বিধানসভা (Assembly) আসনে এবং একটি লোকসভা (Lok Sabha) আসনে উপনির্বাচনের (By poll) তারিখ ঘোষণা করল। এর মধ্যে ৫৪ টি বিধানসভা আসনের বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। বাকি একটি বিধানসভা ও লোকসভা উপনির্বাচন হবে ৭ নভেম্বর। ফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর।
বিহারের ভোট ঘোষণার পরেই বাংলার রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছিল বিধানসভার উপনির্বাচন কবে হবে। কিন্তু মঙ্গলবার নির্বাচন কমিশন বাংলার একটি আসনেও উপনির্বাচনের তারিখ ঘোষণা করল না। পরের বছর একেবারে বিধানসভা ভোট হবে। বাংলার সঙ্গে আগামী বছর অসম ও কেরালাতেও বিধানসভা ভোট রয়েছে। সেখানকার আসনগুলিতেও উপনির্বাচন হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে.নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, যেহেতু এই রাজ্যগুলিতে ছ’মাসের মধ্যে ভোট রয়েছে তাই এখন উপনির্বাচন হচ্ছে না। তা ছাড়া কোভিড পরিস্থিতির কথাও মাথায় রাখতে হবে। আরও পড়ুন, 'শুধু এমএসপিই নয়, কৃষকদের জন্য স্বাধীনতার রাস্তা খুলে দিয়েছে এই বিলগুলি', মঙ্গলবার ফের আশ্বাস প্রধানমন্ত্রীর
ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু হয়েছে প্রায় এক বছর। ওই কেন্দ্রের উপনির্বাচন এখনও বাকি। কোভিড পরিস্থিতির কারণে তা করা যায়নি। এই সময়ে বাংলায় আরও তিন বিধায়কের মৃত্যু হয়েছে ফলতা ও এগরার বিধায়ক তমোনাশ ঘোষ ও সমরেশ দাসের মৃত্যু হয়েছে.কোভিডের কারণে। সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া হেমাতাবাদের বিধায়কের রহস্য মৃত্যু হয় দু’মাস আগে। একটি দোকান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। ফলে এই তিন আসনও ফাঁকা হয়েছে। তবে কমিশনের হিসেবে বাংলায় একটি আসনেই উপ ভোট হওয়ার কথা ছিল।