IPL Auction 2025 Live

LOK SABHA ELECTIONS 2019: বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের গতবারের ফলাফল, প্রার্থী তলিকা

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এলাকা মূলত সদর শহর বর্ধমান এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত।

আলিপুরদুয়ার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। (File Photo)

বর্ধমান পূর্ব:‌ বর্ধমান পূর্ব লোকসভা (Burdwan-East constituency)কেন্দ্র এলাকা মূলত সদর শহর বর্ধমান এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। এক সময়ে সিপিএমের গড় হলেও এখন দখল নিয়েছে তৃণমূল।(TMC)

বিধানসভা কেন্দ্র:‌ ভাতার, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, খণ্ডঘোষ,রায়না, জামালপুর, মেমারি

২০১৪সালের লোকসভা ভোটের ফলাফল

সুনীল কুমার মণ্ডল(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৫৭৪,৬৬০ (Sunil kumar mandal)

ঈশ্বরচন্দ্র দাস(‌সিপিএম)‌— প্রাপ্ত ভোট ৪৬০,১৮১(CPM)

সন্তোষ রায়(বিজেপি)—প্রাপ্ত ভোট ১৭০,৮২৮(BJP)

চন্দনা মাঝি(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৬৮,৮৮৪(INC)

নতুন কেন্দ্র হলেও একসময় সিপিএমের গড় ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই গড় এখন নিশ্চিহ্ন বললেই চলে। তবু বিনয় কোঙারদের রেশ যে একেবারেই থাকবে না তা বলা যায় না। এরই মাঝে নতুন করে মাথা চারা দিতে শুরু করেছে বিজেপি।

২০১৯ সালে লোকসভা ভোটের প্রার্থী

সুনীল কুমার মণ্ডল(‌তৃণমূল কংগ্রেস)‌

ঈশ্বরচন্দ্র দাস(‌সিপিএম)‌

মন্তব্য:সিপিএমের গড়ে এবারও ঘাসফুল ফোটানোর আশায় রয়েছে শাসকদল। সে আশা যে সফল হবে তা বলাই বাহুল্য। তবে পথে কাঁটা হতে পারে বিজেপি।