Bull Kills Booth Officer: কানপুরে ষাঁড়ের হামলায় মৃত্যু বিজেপির বুথ অফিসারের
এই ঘটনার আগে সম্প্রতি বিধানুতে ষাঁড়ের আক্রমণে মৃত্যু হয় এক শ্রমিকের
Bull Kills Booth Officer: কানপুরে শহর থেকে গ্রামাঞ্চল, সব জায়গায় গবাদি পশু নিয়ে বেশ বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও মানুষ শিকার হচ্ছে কুকুরের, কোথাও শিকার হচ্ছে ষাঁড়ের। সম্প্রতি কানপুরের কাছে গ্রামীণ এলাকায় ষাঁড়ের আক্রমণে মৃত্যু হয়েছে বিজেপির বুথ অফিসারের। জানা গিয়েছে, শুক্রবার বিকেল তিনটে নাগাদ বাড়ির বাইরে মাঠে বসেছিলেন লালপুরের বাসিন্দা মুকেশ অবস্থি (Mukesh Avasthi)। এরই মধ্যে একটি ষাঁড় এসে তাদের বাড়িতে ঢুকতে শুরু করে। ৫৫ বছর বয়সী মুকেশ ষাঁড়টিকে ঘরে ঢুকতে বাধা দিলে ষাঁড়টি দু-তিনবার মুকেশকে শিং দিয়ে তুলে নিয়ে তার মাথায় আঘাত করে। বাবার চিৎকার শুনে ছেলে শুভম ভেতর থেকে ছুটে আসে এবং আহত বাবাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে কানপুরে রেফার করেন, যেখানে গভীর রাতে চিকিৎসার সময় তিনি মারা যান। Jyotiraditya Scindia: কেজরিওয়ালের নৈতিকভাবে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত, মন্তব্য জ্যোতিরাদিত্যের
এই ঘটনার আগে সম্প্রতি বিধানুতে ষাঁড়ের আক্রমণে মৃত্যু হয় এক শ্রমিকের। ২১ মার্চ তেজিপুরওয়া গ্রামের বাসিন্দা হীরালাল পাসোয়ান কাজের খোঁজে রামাইপুরের ঘাটুখেরা গ্রামে যান। সেখানে একটি গলিতে ঢুকতে গেলে, একটি ষাঁড় তাকে রাস্তায় ফেলে শিং দিয়ে আঘাত করে। তার পেটে ক্রমাগত শিং দিয়ে আঘাত করে তাঁকে প্রায় আধমরা করে দেয়, যার জেরেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। বিধানু এলাকার পঞ্চায়েতে শ্রমিকের মৃত্যুর পর গবাদি পশু ধরার দল জেগে উঠে গ্রামে পৌঁছে যায়। যেখানে অনেক চেষ্টার পর ষাঁড়টি ধরা পড়ে। যেখানে গ্রামবাসীরা জানান এই গবাদি পশুদের অত্যাচারে তাঁরা বেশ বিপদে, কারণ লোকজনের ওপর হামলা ছাড়াও এই পশুর পাল লাগাতার খামার নষ্ট করছে।