Budget Session Of Parliament: ৩১ জানুয়ারি থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন, ১ ফেব্রুয়ারি পেশ সাধারণ বাজেট

৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন (Budget Session Of Parliament)। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশ। ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় সাধারণ বাজেট (Union Budget 2021-2022)। অধিবেশনের প্রথম পর্ব ১১ ফেব্রুয়ারি শেষ হবে। এক মাসব্যাপী অবকাশের পর অধিবেশনের দ্বিতীয় পর্ব ১৪ মার্চ থেকে শুরু হবে এবং শেষ হবে ৮ এপ্রিল পর্যন্ত।

Indian Parliament (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৪ জানুয়ারি: ৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন (Budget Session Of Parliament)। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশ। ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় সাধারণ বাজেট (Union Budget 2021-2022)। অধিবেশনের প্রথম পর্ব ১১ ফেব্রুয়ারি শেষ হবে। এক মাসব্যাপী অবকাশের পর অধিবেশনের দ্বিতীয় পর্ব ১৪ মার্চ থেকে শুরু হবে এবং শেষ হবে ৮ এপ্রিল পর্যন্ত।

দেশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেই সংসদের অধিবেশন চলবে। ইতিমধ্যেই সংসদের চারশোর বেশি কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লা (Lok Sabha speaker Om Birla) সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতি খতিয়ে দেখতে সংসদ ভবন পরিদর্শন করেন। ষাট বছরের বেশি বয়সি সাংসদদের বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

স্পিকার বলেন, "আমরা সংসদ কমপ্লেক্সে পরীক্ষা এবং টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। এটা সত্যি যে সংসদের বিপুল সংখ্যক কর্মচারী কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে, সবাই ভাল আছেন। আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।"