Budget 2024: বাজেটে বড় চমক! প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ ১০ লক্ষ কোটি টাকা

টানা সাতবার বাজেট পেশ করে ইতিহাসের পাতায় নির্মলা। ঝুলি থেকে একের পর এক চমক দিচ্ছেন।

FM Nirmala Sitharaman.jpg (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লিঃ তৃতীয়বার ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর আজ, ২৩ জুলাই তৃতীয় মোদী সরকারের (Modi Government) পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024) পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। টানা সাতবার বাজেট পেশ করে ইতিহাসের পাতায় নির্মলা। ঝুলি থেকে একের পর এক চমক দিচ্ছেন। এবার আবাস যোজনার জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। জানালেন, আবাস যোজনায় বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। আবাস যোজনার অধীনে ১ কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঋণে দেওয়া হবে ভর্তুকি, এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি জল সরবরাহের জন্য এগিয়ে আসতে হবে রাজ্য সরকারগুলিকে এগিয়ে আসতে হবে। তাদের যৌথভাবে কাজ করার কথা ঘোষণা করেছেন তিনি। এ ছাড়া রাজ্য সরকারগুলিকে 'স্ট্যাম্প ডিউটি' কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।