Budget 2022: সস্তা হচ্ছে মোবাইল, দামি হচ্ছে ছাতা-জানুন বাজেটের পর কীসের দাম কমছে, কোনগুলি বাড়বে

কেন্দ্রীয় বাজেটে আয়কর ছাড়া আমজনতার সবচেয়ে বেশি আকর্ষণ থাকে কীসের দাম বাড়ছে, কীসের দাম কমছে তা নিয়ে।

Nirmala Sitharaman (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটে আয়কর ছাড়া আমজনতার সবচেয়ে বেশি আকর্ষণ থাকে কীসের দাম বাড়ছে, কীসের দাম কমছে তা নিয়ে। এবাররে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) ঘোষণার পর  পোশাক, মোবাইল ফোন, চামড়াজত জিনিস সস্তা হচ্ছে। অন্যদিকে, ছাতার ওপর কর চাপানোয় দাম বাড়ছে। বাড়ছে আমদানিকৃত জিনিসের দামও।

এক নজরে

কী কী সস্তা হচ্ছে

১) পোশাক বা জামাকাপড়, ২) হিরের গয়না, ৩) ইমিটেশন গয়না, ৪) মোবাইল ফোন ও চার্জার , ৫) চামড়া জাত দ্রব্যের, ৬) কৃষি উপকরণ, ৭) বস্ত্র-জুতো-চটিতে শুল্ক হ্রাস, ৮) রত্ন।

কিসের দাম বাড়ছে

১) আমদানিকরা জিনিস, ২) ছাতার ওপর কর

এদিকে, কেন্দ্রীয় বাজেটে দেশের মোবাইল পরিষেবা নিয়ে বড় ঘোষণা। চলতি অর্থবর্ষ, ২০২২-২৩-র মধ্যে দেশে ফাইভ জি পরিষেবা চালু হয়ে যাবে। ২০১২ সালে ভারতে প্রথম ফোর জি পরিষেবা চালু হয়েছিল। এদিকে, চলতি বছরেই ভারতে আসছে ডিজিটাল মুদ্রা। আরবিআইয়ের অধীনে দেশের দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিয়ে যুক্ত করা হবে বলেও বাজেটে ঘোষণা করলেন নির্মল সীতারমন। চলতি অর্থবর্ষেই চালু হবে ই-পাসপোর্ট। আরও পড়ুন: দেখুন বাজেট নিয়ে কী বললেন মমতা ব্যানার্জি

দেশে ডিজিটাল মুদ্রা আসার ঘোষণা হল। আগামী বছরের মধ্যে ফাইভ জি মোবাইল পরিষেবা বানিজ্যিকভাবে চালু হয়ে যাচ্ছে। তবে কেন্দ্রীয় বাজেটে আয়কর কাঠামোয় কোনও বদল করা হল না। ফলে আয়কর অপরিবর্তিত থাকল। তবে আয়করে পেনশনভোগীদের ছাড় দেওয়া হল। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর দিতে হবে। কর্পোরেট কর ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ হল।