Budget 2019: বাজেটে কিসের দাম বাড়াল, কিসের দাম কমল (এক নজরে)

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন। বাজেটে একগুচ্ছ জনোমহনী ঘোষণার পর পেট্রোল-ডিজেলে অতিরিক্ত কর বসানোর কথা বলেন।

দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। (Representational Image | (Photo Credits: PTI)

নয়া দিল্লি, ৫ জুলাই: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থ বাজেট পেশ করলেন। বাজেটে একগুচ্ছ জনমোহনী ঘোষণার পর পেট্রোল-ডিজেলে অতিরিক্ত কর বসানোর কথা ঘোষণা করেন দেশের অর্থমন্ত্রী। এবারের রাজেটে আয়করের হার অপরিবর্তিত থাকল। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়ের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মধ্যবিত্তদের দেওয়া ছাড়ের ঘাটতি ধনীদের উপরে করের বোঝা চাপিয়ে পূরণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

তবে আরও মহার্ঘ্য হল জ্বালানি তেল। আজ বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পেট্রোল ও ডিজেলে বসবে সেজ। প্রতি লিটার পেট্রোল ও ডিজিলে সড়ক ও পরিকাঠামো সেজ এবং বিশেষ অতিরিক্ত কর হিসাবে এক টাকা ধার্য করা হচ্ছে। এর ফলে আরও এক বার পেট্রোল ও ডিজেলে দাম বৃদ্ধি হল। আরও পড়ুন- Budget 2019: অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সবচেয়ে বড় দশ ঘোষণা-এক নজরে

আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়ল ও কমল

দাম বাড়ল 

পেট্রোল, ডিজেল, সোনা, কাজু বাদাম। বিদেশ থেকে আমদানি হয়ে আসা বই। অটো মোবাইলের পার্টস, সিন্থেটিক রবার, পিবিসি, টাইলস। সিগারেট সহ তামাক জাত নানা পণ্য। অপটিক্যাল ফাইবার, লাউড স্পিকার, ভিডিও রেকর্ডার, সিসিটিভি ক্য়ামেরা, যানবাহনের হর্ন।

দাম কমল

ইলেকট্রিক গাড়ি। বাড়ি তৈরির লোন। শাবান, শ্যাম্পু, স্যানিটারি ন্যাপকিন, মাথায় ব্যবহারের তেল, ব্রিফ কেস, ল্যাম্প, পাখা, ব্যাগ, বোতল, কন্টেনার, গদি, বালিশ, চাদর, চশমার ফ্রেম, বাসনপত্র, আসবাবপত্র, পাস্তা, নারকেল, ধুপকাঠি।