Budget 2019: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কাল প্রথমবার বাজেট পেশ করতে চলেছেন, প্রত্যাশার চাপের কাছে মূল চ্যালেঞ্জ কর্মসংস্থান
কাল শুক্রবার, ২০১৯-২০ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019)-বিপুল সাফল্যের পর প্রত্যাশার চাপ থাকছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের ওপর।
নয়া দিল্লি, ৪ জুলাই: কাল শুক্রবার, ২০১৯-২০ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সকাল ১১টায় সংসদে অর্থ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019)-বিপুল সাফল্যের পর প্রত্যাশার চাপ থাকছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের ওপর। দেশের অর্থনীতি কোন পথে যাবে তা ঠিক করে দেবে এই বাজেট।
সাধারণ মানুষের কাছে অবশেষে সবচেয়ে আগ্রহের হল, বাজেটের পর কী কী জিনিসের দাম বাড়তে পারে, আর কিসের দাম কমতে পারে তা নিয়ে। আরও একটা বিষয় নিয়ে আম আদমির চিন্তা তা হল আয়কর নিয়ে কী নীতি নেওয়া হয় বাজেটে। ইন্দিরা গান্ধীর পর কোনও মহিলা অর্থমন্ত্রীকে পেয়েছে দেশ। তাই মহিলাদের প্রত্যাশাটা এই বাজেটকে নিয়ে অনেকটা বেশি। আরও পড়ুন-পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' হচ্ছে না জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক
অর্থমন্ত্রক সূত্রে খবর, ট্যাক্স ব্যবস্থায় আসতে চলেছে বিপুল পরিবর্তন ৷ পরিকাঠামোগত বেশ কিছু পরিবর্তন করা হতে পারে ৷ ফিরে আসতে পারে ৩৪ বছর আগে বিলোপ পাওয়া একটি ট্যাক্স বা কর ৷ তবে এই বাজেটের আসল চ্যালেঞ্জ কর্মসংস্থান সংক্রান্ত বিষয়টি। দেশে কর্মসংস্থানের বিষয়টা খুব উদ্বেগের। ফের বিপুল ভোটে ক্ষমতায় ফিরে মোদি টু সরকার কর্মসংস্থান নিয়ে এই বাজেটে কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার। ২০১৭-১৮ অর্থ বর্ষে দেশে বেকারত্ব বেড়েছে ৬.১ শতাংশ, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। চাকরির দাবি যখন সর্বত্র, তখন ৬.৮৪ লাখ কেন্দ্রীয় পদ ফাঁকা। এবার বাজেটে কর্মসংস্থানের কী সুরাহ হয় সেটাই দেখার।