Peace Walk In Ladakh: বিশ্ব শান্তি রক্ষার জন্য প্রধানমন্ত্রী মোদির ভূয়সী প্রশংসা, ভিডিয়োতে শুনুন লাদাখে 'পিস ওয়ার্ক'-এর উদ্যোক্তা বৌদ্ধ সাধুদের বক্তব্য
বিশ্ব শান্তি রক্ষার জন্য প্রধানমন্ত্রী মোদির উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন লে-এ আয়োজিত এই অনুষ্ঠানে আসা দেশ-বিদেশের বৌদ্ধ সাধুরা। ভারতে থাকা বৌদ্ধ ধর্মস্থানগুলির উন্নয়নের জন্য তাঁকে ধন্যবাদও জানান।
লে: যতদিন যাচ্ছে ততই বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian PM Narendra Modi) জনপ্রিয়তা। রবিবার তার প্রমাণ পাওয়া গেল লাদাখে (Ladakh) আয়োজিত পিস ওয়াক বা শান্তি যাত্রায়। বিশ্ব শান্তি (World Peace) রক্ষার জন্য প্রধানমন্ত্রী মোদির উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন লে (Leh)-তে আয়োজিত এই অনুষ্ঠানে আসা দেশ-বিদেশের বৌদ্ধ সাধুরা (Buddhist monks)। ভারতে থাকা বৌদ্ধ ধর্মস্থানগুলির (Buddhist places) উন্নয়নের জন্য তাঁকে ধন্যবাদও জানান।
দেখুন ভিডিয়ো:
এপ্রসঙ্গে লাদাখের লে-তে অবস্থিত মহাবোধি আন্তর্জাতিক মেডিটেশন সেন্টারের (Mahabodhi International Meditation Center) প্রতিষ্ঠাতা ও সভাপতি (Founder and President) শ্রদ্ধেয় ভিক্ষু সংঘসেনা (Venerable Bhikkhu Sanghasena) বলেন, "পুরো বিশ্ব বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার (challenges) মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় এমন একজন মহান নেতা (great leader) দরকার যিনি গোটা পৃথিবীতে শান্তি (peace), সৌভ্রাতৃত্ব (harmony) ও বন্ধুত্ব (friendship) নিয়ে আসতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন সেই কর্মযোগী (Karmyogi) যিনি এই নেতৃত্ব দিতে পারবেন। ভারত খুব সৌভাগ্য়শালী যে এত মহান একজন নেতা পেয়েছে, যাঁর মধ্যে যোগ (yoga), ধ্যান (meditation) ও অতিথিকে দেবতা (Vasudhaiva Kutumbakam) মনে করার আধাত্মিক গুণ (spiritual values) রয়েছে। যিনি ভারত ও বিশ্বের উন্নয়ন করতে চান।"
দেখুন ভিডিয়ো:
লাদাখে শান্তি যাত্রায় অংশ নেওয়া থাইল্যান্ডে (Thailand) অবস্থিত ওয়ার্ল্ড অ্যালায়েন্স অফ বুদ্ধিস্ট (World Alliance of Buddhists)-এর প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ডঃ পর্ণচাই পালাওয়াধাম্মো বলেন, "প্রধানমন্ত্রী মোদি খুব শক্তিশালী একজন মানুষ। তিনি বুদ্ধের শিক্ষা (Teachings of Buddha) বোঝেন।"
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)