পাঞ্জাবের অমৃতসরে হেরোইনভর্তি পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ

মাঝে মধ্যেই ড্রোন করে পাকিস্তান থেকে পাঞ্জাবে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু, বেশিরভাগ সময়ই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তা আটকে দেন। এবারও সেই ঘটনা ঘটল।

Photo Credits: ANI

অমৃতসর: মাঝে মধ্যেই ড্রোন করে পাকিস্তান থেকে পাঞ্জাবে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু, বেশিরভাগ সময়ই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সদস্যরা তা আটকে দেন। এবারও সেই ঘটনা ঘটল। রবিবার বিএসএফের তরফে একটি সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পাঞ্জাবের (Punjab) অমৃতসর (Amritsar) জেলার ধানায়ে কালান (Dhanoe Kalan) এলাকার কাছে একটি পাকিস্তানি ড্রোনকে (Pakistani drone) গুলি করে নামানো হয়েছে (shoots down)।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ১৫ তারিখ রাত ৮টা ২২ মিনিট নাগাদ সীমান্তরক্ষী বাহিনীদের সদস্যরা সীমান্তে টহলদারি চালানোর সময়ে পাকিস্তান সীমান্তের ওপার থেকে ভারতের দিকে আকাশে কিছু উড়ে আসার আওয়াজ পান। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই শব্দ লক্ষ্য করে গুলি চালান তাঁরা।

পরে ওই এলাকায় গিয়ে তল্লাশি চালানোর সময় একটি গমের ক্ষেত (wheat field) থেকে ড্রোনটি উদ্ধার হয়। আর তা থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগের মধ্যে থাকা তিনটি প্যাকেটে মোট তিন কিলো হেরোইন (Heroin) পাওয়া গেছে। এছাড়া ড্রোনটি থেকে আরও কিছু জিনিস উদ্ধার হয়েছে। পাকিস্তানি পাচারকারীদের ড্রোনে সাহায্যে ভারতে মাদক পাচারের চেষ্টা ফের রুখতে সক্ষম হয়েছেন বিএসএফ জওয়ানরা।

প্রসঙ্গত উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বেরি পাট্টান এলাকার সীমান্তে একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামান নিরাপত্তারক্ষীরা।



@endif