BRICS: সীমান্তে শান্তি বজায় রাখতে জোহার্নসবার্গে ব্রিকস সম্মেলনে আলোচনায় ভারত চিন

২৪ শে জুলাই ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে আলোচনার পাশাপাশি ভারত ও চিনের মধ্যে এই দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন হয়

Ajit Doval (Photo Credit: ANI)

দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের সম্মেলনে চীনের দূত ওয়াং ই এর সঙ্গে একপ্রস্থ আলোচনা সারলেন অজিত দোভাল। দুজনের এই সাক্ষাৎকারে তারা জানিয়েছেন যে ভারত চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুত্বপূর্ণ শুধুমাত্র দুটি দেশের জন্য নয় সমগ্র এলাকা এবং বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ।

২৪ শে জুলাই ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আলোচনার পাশাপাশি ভারত ও চিনের মধ্যে এই দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন হয়।

এর আগেও জুলাইয়ের ১৫ তারিখে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও ওয়াং ই জাকার্তায় আয়োজিত এশিয়ান রিজিওনাল আলোচনায় যোগ দিয়েছিলেন।সেখানেই দুপক্ষের মধ্যে আলোচনা হয়। সেখানে চিনের বিদেশমন্ত্রীর বদলে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওয়াং ই।

ওয়াং ই পলিটিক্যাল ব্যুরো অফ সিপিসি সেন্ট্রাল কমিটির একজন সদস্য এবং সেন্ট্রাল কমিশন ফর ফরেন অ্যাফেয়ার্সের ডিরেক্টর পদে রয়েছেন তিনি। টুইটারে সেই আলোচনার বিষয়ে পোস্টও করেন এস জয়শঙ্কর, যেখানে সীমান্ত শান্তি বজায় রাখায় ক্ষেত্রে দুপক্ষের মধ্যে সন্তোষজনক আলোচনা হয় বলে জানান তিনি।

ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা অনেক পুরনো। ১৯৬২ সালে সীমান্ত নিয়ে সমস্যার পর আবার সম্প্রতি ২০২০ সালে গালওয়ান ভ্যালিতে দুপক্ষের সেনা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।