Brahmos Missile Misfire: পাকিস্তানের দিকে ভুল করে ব্রক্ষ্মস মিসাইল, বরখাস্ত বায়ুসেনার ৩ আধিকারিক
২০২২ সালের ৯ মার্চ ভুল করে পাকিস্তানের দিকে ব্রক্ষ্মস মিসাইল ছোড়া হয়। যা নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পাকিস্তানের আকাশসীমায় গিয়ে ওই মিসাইল পড়ার পরপরই বিষয়টি তদন্ত করা হবে বলে জানানো হয় ভারতের তরফে।
দিল্লি, ২৩ অগাস্ট: পাকিস্তানের দিকে ভুল করে ব্রক্ষ্মস (Brahmos) মিসাইল ছোড়ার ঘটনায় বরখাস্ত করা হল বায়ুসেনার ৩ অফিসারকে। বায়ুসেনার এক গ্রুপ ক্যাপ্টেন এবং ২ উইং কমান্ডারকে এই ঘটনায় চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে খবর।
২০২২ সালের ৯ মার্চ ভুল করে পাকিস্তানের (Pakistan) দিকে ব্রক্ষ্মস মিসাইল ছোড়া হয়। যা নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পাকিস্তানের আকাশসীমায় গিয়ে ওই মিসাইল পড়ার পরপরই বিষয়টি তদন্ত করা হবে বলে জানানো হয় ভারতের তরফে। প্রাথমিক তদন্তের পর এবার বাায়ুসেনার ৩ আধিকারিককে বরখাস্ত করা হয়। তবে ২০২২ সালের ৯ মার্চ ভুল করে ছোড়া ব্রক্ষ্মস মিসাইলে কোনও বিস্ফোরক না থাকায় বিস্ফোরণ হয়নি বলে জানা যায়।
আরও পড়ুন: Manish Sisodia: সিবিআইয়ের পর ইডি, মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা
ওই ঘটনার ইসলামাবাদে থাকা ভারতীয় দূতকে ডেকে পাঠানো হয়।