National Anthem Disrespect Case: জাতীয় সঙ্গীত অবমামনার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল বম্বে হাইকোর্ট

২০২১ সালে পয়লা ডিসেম্বর জাভেদ আখতারের উদ্যোগে মুম্বইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে যখন জাতীয় সঙ্গীত হচ্ছিল তখন মমতা বসেছিলেন বলে অভিযোগ।

Photo Credit: Instagram/Wikipedia

মুম্বই: ২০২১ সালে পয়লা ডিসেম্বর জাভেদ আখতারের উদ্যোগে মুম্বইয়ে (Mumbai) আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (West Bengal Chief Minister) ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো (TMC Chief) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই অনুষ্ঠানে যখন জাতীয় সঙ্গীত (National Anthem) হচ্ছিল তখন মমতা বসেছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগে তিনি অনুষ্ঠান মঞ্চ ছেড়ে চলেও যান। এর ভিত্তিতে মুম্বইয়ের একটি আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমামনার মামলা (National Anthem Disrespect Case) দায়ের করেন মুম্বইয়ের একজন বিজেপি নেতা (BJP Leader) বিবেকানন্দ গুপ্তা (Vivekanand Gupta)।

এর জবাবে মুম্বই হাইকোর্টে এই মামলা খারিজের আবেদন জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। বুধবার তা খারিজ করে দিয়ে পুলিশকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বপক্ষে প্রমাণ খোঁজার নির্দেশ দিলেন মুম্বই হাইকোর্টের বিচারপতি অমিত বোরকর।

এর আগে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালতে চলা জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় বিচারক রাহুল রোকাদের এজলাসে মমতার আইনজীবী দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠছে সেটি কোনও সরকারি অনুষ্ঠান নয়। যদিও মামলাকারী বিবেকানন্দ গুপ্তার আইনজীবী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই মহারাষ্ট্র সরকারকে যে সফরসূচি পাঠানো হয়েছিল তাতে ওই অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছিল। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারক বলেন, বেসরকারি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর পদের গরিমা কমে যায় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করা হচ্ছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলাটি খারিজের আবেদন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। যা বুধবার খারিজ করে দিল আদালত। এর জেরে এবার এই মামলার শুনানির সময় হাজিরা দিতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। আরও পড়ুন: Amritpal Singh: অমৃতপাল সিং আত্মসমর্পণ করতে পারেন স্বর্ণ মন্দিরে? রিপোর্ট