Bomb Threat In Ram Janmabhoomi: সকাল ১০টায় উড়িয়ে দেওয়া হবে রাম জন্মভূমি মন্দির, হুমকি ফোনে আতঙ্ক অযোধ্যায়

মনোজ কুমার পুলিশকে জানান, ভোর ৫টার দিকে তার মোবাইলে একটি কল আসে, ফোনের ওপার থেকে বলা হয় দিল্লিতে কথা বলতে কারণ আগামী ৫ ঘণ্টার মধ্যে অর্থাৎ সকাল ১০টার মধ্যে শ্রী রাম জন্মভূমি মন্দিরত বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে।

Ayodhya Ram Mandir (Photo Credits: Twitter)

সাত সকালে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দির বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল ফোনে। প্রয়াগরাজে বসবাসকারি মনোজ কুমার নামে এক ব্যক্তির মোবাইল নম্বরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই হুমকি দেওয়া হয়। মনোজ কুমার অযোধ্যার রামলালা সদনের বাসিন্দা। হুমকিদাতাকে গ্রেফতারের জন্য পুলিশের টিম ইতিমধ্যেই রওনা হয়েছে।

মনোজ কুমার পুলিশকে জানান, ভোর ৫টার দিকে তার মোবাইলে একটি কল আসে, ফোনের ওপার থেকে বলা হয় দিল্লিতে কথা বলতে কারণ আগামী ৫ ঘণ্টার মধ্যে অর্থাৎ সকাল ১০টার মধ্যে শ্রী রাম জন্মভূমি মন্দিরত বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে।

এই তথ্য হাতে আসার পরে, পুলিশ ইনচার্জ পরিদর্শকের অভিযোগে প্রথমে রাম জন্মভূমি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তারপরে অযোধ্যার নজরদারি দল সক্রিয় হয়ে ওঠে। বলা হচ্ছে, কল রেকর্ডের ভিত্তিতে অযোধ্যা পুলিশ ফোনকারীকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।