Boeing sees travel growth as Air India prepares huge jet order: এয়ারবাস, বোয়িংয়ের কাছে ৫০০ টি বিমান কেনার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার ইন্ডিয়া
ভারতীয় বিমান পরিষেবার ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া একটি নির্ভর যোগ্য নাম। এবার সেই পরিষেবাকে আরও সুদৃঢ করতে ৫০০ টি বিমান কেনার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার ইন্ডিয়া।
ভারতীয় বিমান পরিষেবার ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া একটি নির্ভর যোগ্য নাম। এবার সেই পরিষেবাকে আরও সুদৃঢ করতে এয়ারবাসের কাছ থেকে ২৫০ টি বিমান কেনার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার ইন্ডিয়া।এমনটাই জানা গেছে সূত্র মারফত। চুক্তির মধ্যে থাকছে ৪০ টি ওয়াইড বডি A350 এবং২১০ টি সংকীর্ণ বডি যুক্ত এয়ারক্রাফ্ট। এর পাশাপাশি ২২০ টি প্লেন বোয়িংয়ের কাছে থেকে কেনার কথা রয়েছে এয়ার ইন্ডিয়ার।
বোয়িং এর মতে আগামী ২০ বছরে ভারতবর্ষে প্যাসেঞ্জারের সংখ্যা বৃদ্ধি পাবে প্রায় ৭ শতাংশ। সেই বৃদ্ধির কথা মাথায় রেখে ভারতকে অন্তত ২০২১০ টি নতুন প্লেনের প্রয়োজন বলে সাম্প্রতিক এয়ার ইন্ডিয়া শো-তে জানিয়েছে আমেরিকার বিমান নির্মাতা এই সংস্থা।
ভারতের প্রাক্তন বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এখন টাটাদের হাতে। বিমান পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে ৪৫০ টি মতন বিমান কিনতে তারা প্রস্তুত হচ্ছেন। যারা বাজারমূল্য প্রায় ১০০ বিলিয়ন ডলার।
সাম্প্রতিক এয়ার শোতে বোয়িংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা ভারতে ২৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। একটি লজিস্টিক সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে তাদের। বিমান পরিবহনের ক্ষেত্রে ভারত বিশ্বে তৃতীয় স্থানাধিকারী দেশ এবং চাহিদার কথা মাথায় রেখে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বোয়িং কতৃপক্ষ। এদিকে হিন্দুস্তান এরোনটিক্সের পক্ষ থেকেও বিভিন্ন দেশের সঙ্গে লাইট কমব্যাট এয়ারক্রাফট্ বিক্রির কথা চলছে বলে জানা গেছে।