BMW India CEO Rudratej Singh: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএমডব্লুর প্রথম ভারতীয় সিইও রুডি

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএমডব্লু গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও রুদ্রতেজ সিং (BMW India CEO Rudratej Singh)। সোমবার সকালে মারা যান তিনি। ২০১৯ সাল থেকে এই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানানো হয়েছে।

Photo Source: Twitter

নয়াদিল্লি, ২০ এপ্রিল: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএমডব্লু গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও রুদ্রতেজ সিং (BMW India CEO Rudratej Singh)। সোমবার সকালে মারা যান তিনি। ২০১৯ সাল থেকে এই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানানো হয়েছে।

রুদ্রতেজ নয়। সংস্থা এবং পাড়া প্রতিবেশীদের কাছে তাঁর পরিচয় ছিল রুডি নামেই। রুদ্রতেজ সিং-ই প্রথম, যিনি ভারতে জার্মান সংস্থা বিএমডব্লু ব্যবসার দেখভাল করতেন। গত বছর অর্থাৎ ২০১৯ সালের ১ অগাস্ট তাঁকে এই পদে নিয়োগ করা হয়। আরও পড়ুন:  Mamata Banerjee: করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, টুইটারে হুঁশিয়ারি মমতা ব্যানার্জির

 ২৫ বছর ধরে একাধিক অটোমোটিভ এবং নন-অটোমোটিভ সংস্থায় প্রধানের দায়িত্ব সামলে এসেছেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে রয়্যাল এনফিল্ড সংস্থার গ্লোবাল প্রেসিডেন্ট ছিলেন তিনি। এছাড়াও এর আগে ইউনিলিভার সংস্থার হয়ে দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থায় কাজ করে এসেছেন তিনি দীর্ঘ ১৬ বছর।