Black Fungus Is Epidemic: আক্রান্ত ১৬৯, মারণ ব্ল্যাক ফাঙ্গাস মহামারী, ঘোষণা উত্তরপ্রদেশের
লখনউ, ২১ মে: ব্ল্যাক ফাঙ্গাসকে (Black Fungus) মহামারী (Epidemic) ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার (UP)। মারণ এই ভাইরাসে হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তরপ্রদেশে। সংবাদ সংস্থা আইএএনএসের খবর অনুয়ায়ী, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।
উত্তরপ্রদেশে যেভাবে হু হু করে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে,তার জেরেই এই রোগকে মহামারী হিসেবে ঘোষণা করা হয় যোগী সরকারের তরফে। প্রসঙ্গত এর আগে রাজস্থান সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করে। অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাসকে যাতে ১৮৯৭-এর অধীনে মহামারী আইনের অন্তর্ভুক্ত করা হয়, সে বিষয়ে রাজ্যগুলিকে আবেদন জানায় কেন্দ্র। এরপরই এই সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার।
আরও পড়ুন: Black Fungus: আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, পুণেতে আক্রান্ত ৩০০
অন্যদিকে মহারাষ্ট্রেও (Maharashtra) বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা। পুণেতেই (Pune) আক্রান্ত ৩০০। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে পুণের ভয়াবহ অবস্থার কথা প্রকাশ করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।