Rahul Gandhi: রাজস্থানে ভোটের দিনে এক্সে প্রচার, রাহুল গান্ধীর অ্যাকাউন্ট সাসপেন্ডের দাবিতে কমিশনে চিঠি

ভোট শুরুর ঠিক আগে এক্স (আগে টুইটার) প্ল্য়াটফর্মে একটি পোস্টে রাজস্থানে দলের জনমুখী প্রকল্প ঘোষণার কথা তুলে ধরে রাজস্থানের ভোটারদের সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার কথা লেখেন রাহুল।

Photo Credits: ANI

আজ,শনিবার রাজস্থানে এক দফায় রাজ্যের ১৯৯টি বিধানসভায় আসনে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর ঠিক আগে এক্স (আগে টুইটার) প্ল্য়াটফর্মে একটি পোস্টে রাজস্থানে দলের জনমুখী প্রকল্প ঘোষণার কথা তুলে ধরে রাজস্থানের ভোটারদের সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার কথা লেখেন সাংসদ রাহুল গান্ধী। আর এই পোস্টে রাহুল নির্বাচনের আদর্শ নির্বাচনী বিধি ভেঙেছেন দাবি করে কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতারা।

ভারতের নির্বাচন বিধি ভঙের পোস্ট করা রাহুলের এক্স অ্য়াকাউন্ট সাসপেন্ড করার দাবিতে মেল করল বিজেপি। ভোটের দিন কিছুতেই ভোটপ্রচার করা যায় না সেটা জানা সত্ত্বেও রাহুল এক্স প্ল্য়াটফর্মে তেমনটা করায় রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মামলা যাতে রাজস্থানের নির্বাচন কমিশন করে সেই দাবিও তুলেছে বিজেপি।

রাহুল গান্ধীর সেই এক্স পোস্ট

বিজেপির অভিযোগ

বিজেপির এই দাবি উড়িয়ে কংগ্রেস বলেছে, ভোটের দিন সকালে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে সরাসরি প্রচার করে থাকেন তিনি হলেন নরেন্দ্র মোদী। বিজেপি তাহলে মোদীর নামেও অভিযোগ করুক।