BJP Candidate List: আগামী সপ্তাহে ১০০টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বাংলায় হয়তো অপেক্ষার পথেই

আর অপেক্ষা নয়। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আগামী সপ্তাহেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। প্রথম দফায় দেশের ১০০টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Prime Minister Narendra Modi (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: আর অপেক্ষা নয়। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আগামী সপ্তাহেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। প্রথম দফায় দেশের ১০০টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা সবার আগে প্রার্থী তালিকায় দেখা যেতে চলেছে। এরপরই থাকতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নাম। মোদীকে এবারও উত্তরপ্রদেশের বারাণসী-তেই লড়তে দেখা যাবে। শাহ লড়তে চলেছেন গুজরাটের গান্ধীনগর থেকেই। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনৌ আসন থেকেই ফের লড়বেন।

প্রথম দফার প্রার্থী তালিকায় বেশীরভাগই বিজেপির হিসেবে নিশ্চিত আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। খুব সম্ভবত বাংলার কোন কেন্দ্রের নাম প্রথম দফার প্রার্থী তালিকায় থাকছে না। তবে অন্য একটা সূত্রের খবর, বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় বাংলা থেকে অন্তত ২-৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে।  মহারাষ্ট্র, বিহারে এখনও এনডিএ-র জোট শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা চলছে গেরুয়া শিবিরের। আরও পড়ুন-চণ্ডিগড়ে বিজেপির কিরণ খেরের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী সোনু সুদ? জোর জল্পনা

সংবাদমাধ্যমে বিজেপি নেতাদের দাবি তাদের লক্ষ্য হল ৩৭০টি লোকসভা আসনে জেতা। তবে গেরুয়া শিবির কোনওরকম আত্মতুষ্টি আনতে নারাজ। এবার ভোট যে অনেক কঠিন তা 'অফ দ্য ক্যামেরা' অনেক গেরুয়া শিবিরের নেতাই মানছেন। মহারাষ্ট্র, বিহারে গতবারের চেয়ে বিজেপির লড়াই কঠিন। কর্ণাটক বিধানসভা হাতছাড়া হওয়ার পর দক্ষিণ ভারত নিয়ে আশঙ্কার কালো মেঘ বিজেপি শিবিরে রয়েছে। রাজস্থান, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ নিয়েও শঙ্কা রয়েছে।

তবে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, ত্রিপুরা-তে যে এবারও গতবারের মতই প্রায় ১০০ শতাংশ পাওয়া ফল হচ্ছে তাতে নিশ্চিত গেরুয়া শিবির। ওডিশা, অসম, উত্তর পূর্ব ভারত, জম্মু-কাশ্মীর ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গতবারের চেয়ে বেশী আসন আসতে চলেছে বলে হিসেবে বিজেপি নেতাদের।

রাজ্য বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাংলার ৪২টি আসনে একাধিক প্রার্থীদের নামের সম্ভাব্য তালিকা পাঠানো হয়েছে। এমনও খবর, তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ না করা অবধি বাংলায় অপেক্ষা করবে বিজেপি। কারণ দিদির শিবিরের বিক্ষুব্ধদের ওপর আস্থা রাখছে পদ্ম শিবির।

বিজেপি আত্মবিশ্বাসী, গতবারের মত এবারও উত্তরবঙ্গে দারুণ ফল হবে। সঙ্গে দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, বীরভূমে এবার চমকপ্রদ ভাল ফল হবে। দুই মেদিনীপুর নিয়ে এবার অনেক আশা পদ্ম শিবিরের। বাবুল সুপ্রিয় দল ছাড়ার পর আসানসোলে হারানো জমি এখন উদ্ধার হয়ে গিয়েছে বলে দাবি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-দের। একবার নরেন্দ্র মোদী বাংলায় এলে বিজেপির পালে আরও হাওয়া লাগবে বলে রাজ্য গেরুয়া শিবিরের আশা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement