Anti-Prophet Remarks: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিধায়ক টি রাজা সিংকে বহিষ্কার করল বিজেপি

সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মা পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যার জেরে ভারতের বিরুদ্ধে সমালোচনা শুরু করে প্রাচ্যের বহু দেশ।

Raja Singh (Photo Credit: Facebook)

হায়দরাবাদ, ২৩ অগাস্ট: পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিজেপি (BJP) বিধায়ক টি রাজা সিংকে সকালেই গ্রেফতার করেছিল হায়দরাবাদ পুলিশ। এবার তাঁকে দল থেকে বহিষ্কার করল ভারতীয় জনতা পার্টি (BJP)। পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপি বিধায়ক বিতর্কিত মন্তব্য করলে, সোমবার রাত থেকেই হায়দরাবাদ অঞ্চলে বিক্ষোভ ও  উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক একটি সম্প্রদায়ের মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত করেছেন, এমন অভিযোগের জেরেই পুলিশ বিজেপি বিধায়ক টি রাজা সিংকে গ্রেফতার করে। এরপর তাঁকে শহরের একাধিক থানায় নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma) পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যার জেরে ভারতের বিরুদ্ধে সমালোচনা শুরু করে প্রাচ্যের বহু দেশ। নূপুর শর্মাকে নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হলে, তাঁকে দল থেকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়।এবার সেই একই পথে রাজা সিং কে বহিষ্কার করল দল।

আরও পড়ুন: Prophet Row: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, হায়দরাবাদে উত্তেজনার মাঝে গ্রেফতার বিজেপির রাজা সিং

টি রাজা সিং প্রথমে তেলেগু দেশম পার্টির সদস্য ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে তেলঙ্গানায় দলের হুইপ ছিলেন রাজা সিং।