Rahul Gandhi: লোকসভায় ফিরতেই রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির, পালটা ক্ষোভ উগরে দিল কংগ্রেস

বিজেপি নিশিকান্ত দুবে অভিযোগ করেন, চিনের অর্থ নিউজক্লিকে এসেছে। চিনা তহবিল ব্যবহার করে সরকারের বিরুদ্ধে পরিবেশ তৈরি করা হচ্ছে।' ভারতকে 'খণ্ডিত' করাই কংগ্রেসের লক্ষ্য বলে আক্রমণ করেন বিজেপি সাংসদ। ফলে কংগ্রেসের তহবিলে কোথা থেকে অর্থ আসছে,তা নির্বাচন কমিশন খতিয়ে দেখুন বলেও দাবি করেন নিশিকান্ত দুবে।

Rahul Gandhi (Photo Credit: Facebook)

দিল্লি, ৭ অগাস্ট: সাংসদ পদ ফিরে পেয়ে সোমবার লোকসভা হাজির হন রাহুল গান্ধী। লোকসভায় রাহুল গান্ধী হাজির হতেই তাঁকে আক্রমণ করা হয় বিজেপির তরফে। গেরুয়া শিবিরের তরফে আক্রমণ করে বলা হয়, নিউজ পোর্টাল নিউজক্লিককে 'রক্ষা' করছেন রাহুল গান্ধী। সংশ্লিষ্ট ওয়েবসাইটকে 'চিনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) একটি বিপজ্জনক হাতিয়ার' বলে কটাক্ষ করা হয় বিজেপির তরফে। গোটা বিশ্ব জুড়ে চিনের রাজনৈতিক অ্যাজেন্ডা প্রচার করে সংশ্লিষ্ট ওয়েবসাইট। এবার সেটিকে রাহুল গান্ধী 'রক্ষা' করছেন বলে অভিযোগ করা হয় বিজেপির তরফে।

বিজেপি নিশিকান্ত দুবে অভিযোগ করেন, চিনের অর্থ নিউজক্লিকে এসেছে। চিনা তহবিল ব্যবহার করে সরকারের বিরুদ্ধে পরিবেশ তৈরি করা হচ্ছে।' ভারতকে 'খণ্ডিত' করাই কংগ্রেসের লক্ষ্য বলে আক্রমণ করেন বিজেপি সাংসদ। ফলে কংগ্রেসের তহবিলে কোথা থেকে অর্থ আসছে,তা নির্বাচন কমিশন খতিয়ে দেখুন বলেও দাবি করেন নিশিকান্ত দুবে।

বিজেপি সাংসদের রাহুল সম্পর্কে ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কংগ্রেস। সাংসদ অধীর চৌধুরী বলেন, বিজেপি এমপির মন্তব্য লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলা উচিত। চিঠিতে অধীরের দাবি, 'আমরা বিধি ৩৮০ ধারার অধীনে দাবি করছি যে নিশিকান্ত দুবের মন্তব্য সম্পূর্ণরূপে মুছে ফেলা হোক।' নিশিকান্ত দুবে কীভাবে এই ধরনের অভিযোগ করেন,তার তদন্ত করা হোক বলেও দাবি করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।