GMC Results 2022: গেরুয়ায় গেরুয়া গুয়াহাটিতে মুছে গেল কংগ্রেস, খাতা খুলল আপ

অসমে বিজেপি-র জয়যাত্রা অব্যাহত। গত বছর বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মা-কে বসিয়ে গেরুয়া রঙ আরও তীব্র হচ্ছে অসমে। এবার গুয়াহাটির পুর নির্বাচনে বিজেপি একাধিপত্য দেখিয়ে জিতল। গুয়াহাটি পুরনিগমের ৬০টি আসনের মধ্যে রাজ্যের শাসক দল বিজেপি জিতল ৫৮টি-তে।

Assam CM Himanta Biswa Sarma (Photo Credits: ANI)

গুয়াহাটি, ২৪ এপ্রিল: অসমে (Assam) বিজেপি (BJP)-র জয়যাত্রা অব্যাহত। গত বছর বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মা-কে বসিয়ে গেরুয়া রঙ আরও তীব্র হচ্ছে অসমে। এবার গুয়াহাটির পুর নির্বাচনে বিজেপি একাধিপত্য দেখিয়ে জিতল। গুয়াহাটি পুরনিগমের ৬০টি আসনের মধ্যে রাজ্যের শাসক দল বিজেপি জিতল ৫৮টি-তে। সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল তথা রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা কংগ্রেস রাজ্যের রাজধানীতে একটা আসনেও না জিতে মুছে গেল। অন্যদিকে, উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে জয়ের অভিষেক হল অরবিন্দ কেজরিওয়াল। গুয়াহাটি পুরভোটে একটা ওয়ার্ডে জিতলে আম আদমি পার্টির প্রার্থী। গুয়াহাটির ৪২ নম্বর ওয়ার্ডে জিতলেন কেজরিওয়ালের দলের প্রার্থী। একটি ওয়ার্ডে জিতল বিজেপি-র সহযোগী অসম গণ পরিষদের প্রার্থী।

৯ বছর পর গুয়াহাটি পুরসভায় ভোট হয়। গুয়াহাটি পুরনিগমে ৬০টির মধ্যে ৫৭টি ওয়ার্ডে ভোট হয়েছিল। তিনটি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল বিজেপি। আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ হাজার ৫৯৩ জন, মৃত্যু ৩৩ জনের

গত বছর অসম বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি-র বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকলেও তা দারুণভাবে সামলে হিমন্ত বিশ্ব শর্মা-র স্ট্র্যাটেজিতে রাজ্যের ১২৬টি আসনের মধ্যে ৬০টি-তে জিতে ক্ষমতায় ধরে রেখেছিল বিজেপি। এরপর সর্বানন্দ সোনওয়ালকে সরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আনা হয় অসম রাজনীতির চানক্য হিমন্ত বিশ্বশর্মাকে। হিমন্ত সিংহাসনে বসার পর রাজ্যে একের পর এক আসনে একচেটিয়া জিতছে বিজেপি। বিরোধী শিবিরের বড় নেতারা বিজেপি-তে যোগ দিচ্ছেন।

অসমে আপ-এর শুরুতে চিন্তায় রাখবে তৃণমূলকে। কারণ অসমে কংগ্রেসের বড় নেতা রিপন বোরাকে দলে নিয়ে উত্তর পূর্ব ভারতেরএই রাজ্যে জোড়া ফুল ফোটাতে মরিয়া দিদির দল। কিন্তু গোয়ায় অনেক চেষ্টা করেও আম আদমি পার্টির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। গোয়া বিধানসভায় আপ আসন পেলেও, কংগ্রেস থেকে আসা অনেক বড় নেতা-বিধায়কদের পেয়েও খাতা খুলতে পারেনি তৃণমূল। বাংলার কাছের রাজ্যে অসমে তেমনটা হোক চাইবে না তৃণমূল।



@endif