Madhya Pradesh & Chhattisgarh Assembly Elections 2023: মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
সন্ন মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
নয়াদিল্লি: আসন্ন মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচন (Chhattisgarh Assembly Elections 2023) উপলক্ষে বৃহস্পতিবার তাদের প্রথম প্রার্থী তালিকা (first candidates list) প্রকাশ করল বিজেপি (BJP)। মধ্যপ্রদেশের তালিকায় মোট ৩৯ জন প্রার্থীর নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার (SC Morcha) সভাপতি লাল সিং আর্য। তিনি গোহাদ বিধানসভা আসন থেকে এবারের নির্বাচনে লড়াই করবেন। আর দলের জাতীয় সম্পাদক ওমপ্রকাশ ধুরভে (BJP National Secretary Omprakash Dhurwey) শাহপুরা আসন থেকে।
অন্যদিকে ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভার জন্য প্রথম তালিকায় নাম প্রকাশ করা হয়েছে ২১ জনের। ওই তালিকায় নাম রয়েছে দুর্গের সাংসদ ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল-এর ভাইপো বিজয় বাঘেলেরও। তিনি পাটান আসন থেকে ভোটে লড়বেন।
বিজেপির প্রার্থী তালিকা প্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Chhattisgarh CM Bhupesh Baghel) কটাক্ষ করে বলেন, "আমি জানতে পেরেছি যে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ২১ জনের নামের প্রথম তালিকা প্রকাশ করেছে। তবে এটা গুরুত্বপূর্ণ কিছু নয়।" আরও পড়ুন: SBI Relief To Manipur Loan Borrower: মানবিক! মণিপুরের ঋণগ্রহীতাদের ছাড় দিচ্ছে স্টেট ব্যাঙ্ক
দেখুন ভিডিয়ো: