JP Nadda On Ranga Hari: বর্ষীয়ান RSS নেতা রঙ্গা হরির প্রয়াণে কী বললেন জেপি নাড্ডা! কোচির ভিডিয়ো
প্রয়াত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন বৌদ্ধিক প্রমুখ রাঙ্গা হরি।
কোচি: প্রয়াত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন বৌদ্ধিক প্রমুখ রাঙ্গা হরি (Veteran RSS leader Ranga hari)। কেরলের (Kerala) কোচিতে (Kochi) দাঁড়িয়ে তাঁর স্মৃতিচারণা করে শ্রদ্ধা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP national president JP Nadda)।
সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আজ আমরা একজন মহান আত্মাকে (great soul) হারালাম, যিনি দেশের মানুষের জন্য তাঁর জীবন (life) উৎসর্গ (dedicated) করেছিলেন এবং তিনি তাঁর জীবন মানবতার জন্য উৎসর্গ করেছিলেন। রাঙা হরি শুধুমাত্র কয়েকজনের জন্য নয়, লক্ষ লক্ষ স্বয়ংসেবকের অনুপ্রেরণা (inspiration) ছিলেন। তিনি একজন মহান বুদ্ধিজীবী ছিলেন। এটা আমাদের সকলের জন্য দুঃখের বিষয় যে আমরা একজন মহান আত্মাকে হারিয়েছি যিনি মানবতাকে (humanity) অনুপ্রাণিত করেছিলেন।" আরও পড়ুন: Andhra Pradesh Train Accident: ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, অন্ধ্রপ্রদেশে ভয়বাহ দুর্ঘটনায় হত ৭
দেখুন ভিডিয়ো: