JP Nadda In Kota: রাজস্থানে প্রতিদিন ধর্ষিতা হন ১৭ জন মহিলা! ভিডিয়োতে শুনুন গেহলট সরকারকে আক্রমণ করে জেপি নাড্ডার বক্তব্য
বুধবার রাজস্থানের কোটায় জনসভা করতে গিয়ে কংগ্রেস ও রাজ্যের ক্ষমতায় আসীন অশোক গেহলটকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এখানে আইনের শাসন পুরো ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন।
কোটা: বুধবার রাজস্থানের (Rajasthan) কোটায় (Kota) জনসভা করতে গিয়ে কংগ্রেস ও রাজ্যের ক্ষমতায় আসীন অশোক গেহলটকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP national president JP Nadda )। এখানে আইনের শাসন পুরো ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন।
দেখুন ভিডিয়ো:
কোটার জনসভা থেকে জেপি নাড্ডা বলেন, "রাজস্থানে প্রতিদিন ১৭ জন মহিলাকে ধর্ষণ (rape) করা হয়। ১৫ হাজারেরও বেশি নাবালিকাকে ধর্ষণের মামলা (minor rape cases) নথিভুক্ত আছে। ক্রাইম রেকর্ড ব্যুরোর (Crime Records Bureau) কাছে থাকা তথ্য অনুযায়ী, মহিলাদের উপর অপরাধের দিক থেকে রাজস্থান এক নম্বরে রয়েছে।"
দেখুন ভিডিয়ো:
রাজস্থানের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, "রাজস্থানের (Rajasthan) মানুষ নিজেদের প্রতারিত (cheated) মনে করছেন। মহিলাদের সঙ্গে অপরাধ (Crime against women) ও কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ৯ betrayal with farmers) দেখে যুবরা জেগে উঠেছেন। জনগণ মনে মনে ঠিক করে নিয়েছেন যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করবেই। তাঁরা শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে উৎখাত করবেই।" আরও পড়ুন: Madras High Court On RSS: তামিলনাড়ুতে আরএসএস-এর রুট মার্চের অনুমতি দিল না মাদ্রাজ হাইকোর্ট
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)