BJP MP Pragya Thakur: বর্ষবরণের রাতে মদ খেয়ে নাচের তীব্র নিন্দা বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের
শনিবার সন্ধ্যায় তাঁদের এই ধরনের আচরণের তীব্র নিন্দা করলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর।
ভোপাল: ইংরেজি নববর্ষের রাতে অনেকেই মদ খেয়ে (drinking alcohol) নাচ-গান করে আনন্দ উপভোগ করেন। কিছু অভদ্র লোক আবার এমন কিছু কাণ্ড করেন যার জন্য অপ্রস্তুতে পড়তে হয় ভদ্র ভাবে বাঁচতে চাওয়া মানুষদের। মদ খেয়ে রাতভর পিকনিক করার নামে উশৃঙ্খল আচরণ করেন কেউ কেউ। যার ফল ভোগ করতে হয় তাঁদের পরিবারের লোকদেরও। শনিবার সন্ধ্যায় তাঁদের এই ধরনের আচরণের তীব্র নিন্দা (Strong condemnation) করলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর (BJP MP Pragya Singh Thakur)। আরও পড়ুন: WhatsApp Apologies: কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারির ফল! বিকৃত ভারতীয় মানচিত্র সরিয়ে ক্ষমা চাইল WhatsApp
শনিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির এই বিতর্কিত নেত্রী বলেন, "৩১ ডিসেম্বর রাতে যে সমস্ত মানুষ মদ খেয়ে নাচ (dance) করে, যাদের সকাল (morning) হয় দুপুরে ( afternoon)! তারা এই অভিনবত্বের (novelty) মধ্যে দিয়ে আগামী প্রজন্মের (next generation) সামনে কী উদাহরণ (example) রাখছে? এই ধরনের পশ্চিমী সংস্কৃতিকে (western culture) অনুকরণ ও অনুসরণ করে চলা আমাদের সংস্কারের (values) সঙ্গে খাপ খায় না।" আরও পড়ুন: UPI Down: আচমকা বন্ধ UPI-এর মাধ্যমে টাকা লেনদেন, মাথায় হাত ব্যবহারকারীদের