Prophet Row: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, হায়দরাবাদে উত্তেজনার মাঝে গ্রেফতার বিজেপির রাজা সিং
রিপোর্টে প্রকাশ, গত সপ্তাহে কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকি হায়দরাবাদে একটি শো করেন। মুনাওয়ার যাতে শো করতে না পরেন, তার জন্য একের পর এক আক্রমণ করেন রাজা সিং। তা সত্ত্বেও মুনাওয়ার হায়দরাবাদে শো করলে, কৌতুকশিল্পী এবং তাঁর মায়ের বিরুদ্ধে রাজা সিং আপত্তিজনক মন্তব্য করেন।
হায়দরাবাদ, ২৩ অগাস্ট: পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিজেপি (BJP) বিধায়ক টি রাজা সিংকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপি বিধায়ক বিতর্কিত মন্তব্য করলে, সোমবার রাত থেকে হায়দরাবাদ বিক্ষোভ, উত্তেজনা ছড়ায়। এরপর মঙ্গলবার সকালেই গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি বিধায়ক রাজা সিংকে। প্রসঙ্গত রাজা সিং সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেন। যেখানে পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় তাঁকে। ওই ঘটনার পর হায়দরাবাদের (Hyderabad) পুলিশ কমিশনার সি ভি আনন্দের অফিস ঘিরে বিক্ষোভ শুরু হয়।
বিজেপি বিধায়ক একটি সম্প্রদায়ের মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত করেছেন। এমন অভিযোগের জেরেই পুলিশ বিজেপি বিধায়ক টি রাজা সিংকে গ্রেফতার করে। এরপর তাঁকে শহরের একাধিক থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: Sonam Kapoor's Son: প্রথম ছবি, সোনম-পুত্রকে দেখে কেঁদে ফেললেন বোন রিয়া কাপুর
রিপোর্টে প্রকাশ, গত সপ্তাহে কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকি হায়দরাবাদে একটি শো করেন। মুনাওয়ার যাতে শো করতে না পরেন, তার জন্য একের পর এক আক্রমণ করেন রাজা সিং। তা সত্ত্বেও মুনাওয়ার হায়দরাবাদে শো করলে, কৌতুকশিল্পী এবং তাঁর মায়ের বিরুদ্ধে রাজা সিং আপত্তিজনক মন্তব্য করেন। যার জেরে রাজা সিংকে গৃহবন্দি করে রাখা হয় প্রথমে। অভিযোগ ওই সময়ই রাজা সিং পয়গম্বর মহম্মদকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ।
সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma) পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। যার জেরে ভারতের বিরুদ্ধে সমালোচনা শুরু করে প্রাচ্যের বহু দেশ। নূপুর শর্মাকে নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হলে, তাঁকে দল থেকে প্রাথমিকভাবে বরকাস্ত করা হয়।