BJP Leader Pravesh Shukla Urinated on Tribal Man: বিজেপি নেতার মূত্রত্যাগ, 'ক্ষমা চেয়ে' আদিবাসী শ্রমিকের 'পা ধুইয়ে' দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ
আদিবাসী দশমত রাওয়াতকে হাত ধরে ভোপালে মুখ্যমন্ত্রী ভবনে নিয়ে আসেন শিবরাজ সিং চৌহান। এরপর দশমতকে সামনে বসিয়ে তাঁর পা ধুইয়ে দেন সিবরাজ সিং চৌহান। দশমত রাওয়াতকে সামনে বসিয়ে শিবরাজ সিং চৌহান তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন।
ভোপাল, ৬ জুলাই: আদিবাসী ব্যক্তির গায়ে বিজেপি নেতা প্রভেস শুক্লর মূত্রত্যাগের ঘটনায় গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। প্রভেস শুক্লর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশে সামনে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে মধ্যপ্রদেশে বিজেপি নেতার কুকীর্তি নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে,সেই সময় মুখ্যমন্ত্রী সবরাজ চৌহান সাক্ষাৎ করেন আদিবাসী ব্যক্তি দশমত রাওয়াতের সঙ্গে।
আদিবাসী দশমত রাওয়াতকে হাত ধরে ভোপালে মুখ্যমন্ত্রী ভবনে নিয়ে আসেন শিবরাজ সিং চৌহান। এরপর দশমতকে সামনে বসিয়ে তাঁর পা ধুইয়ে দেন সিবরাজ সিং চৌহান। দশমত রাওয়াতকে সামনে বসিয়ে শিবরাজ সিং চৌহান তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। দশমতের সঙ্গে যা হয়েছে, তার জন্য তিনি লজ্জিত। মানুষ তাঁর কাছে ভগবান স্বরূপ। তাঁর সঙ্গে যা হয়েছে, তার জন্য শিবরাজ সিং চৌহান দশমত রাওয়াতের কাছে ক্ষমা চেয়ে নেন বলে খবর।
৫ জুলাই গ্রেফতার করা হয় বিজেপি নেতা প্রভেস শুক্লকে। আদিবাসী মদ্যপ অবস্থায় আদিবাসী শ্রমিক দশমত রাওয়াতের গায়ে মূত্রত্যাগ করেন প্রভেস শুক্ল নামে ওই বিজেপি নেতা। যে ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল শুরু হয়ে যায়। ভিডিয়ো ভাইরাল হতেই প্রভেস শুক্লকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ওই বিজেপি নেতার বেআইনি দখলও গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরই প্রবেস শুক্লর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের নির্দেশ দেন শিবরাজ সিং চৌহান।