Rajasthan CM Bhajanlal Sharma: রাজস্থানের সিংহাসনে প্রথমবার বিধায়ক হওয়া ভজনলাল শর্মা, শিবরাজের মতই শেষ বসুন্ধরা রাজ

রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার রাজ্যে বিধায়ক হওয়া ভজনলাল শর্মা-কে বেছে নিল বিজেপি। মধ্যপ্রদেশের মতই রাজস্থানেও মুখ্যমন্ত্রীর কুর্সিতে চমক দিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা-রা।

রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার রাজ্যে বিধায়ক হওয়া ভজনলাল শর্মা (Bhajanlal Sharma )-কে বেছে নিল বিজেপি। মধ্যপ্রদেশের মতই রাজস্থানেও মুখ্যমন্ত্রীর কুর্সিতে চমক দিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা-রা। জয়পুরের সাঙ্গানের কেন্দ্র থেকে বিধানসভা ভোটে বিজেপির হয়ে দাঁড়িয়ে প্রথমবার জেতা বিধায়ক ভজনলালকেই রাজস্থানের সিংহাসনে বসালেন মোদী-শাহরা।। হিমন্ত বিশ্ব শর্মা-র পর ব্রাহ্মণ সম্প্রদায়ের কাউকে মুখ্যমন্ত্রী করল বিজেপি।

মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের মত রাজস্থানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেও হতাশ করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। রজাস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ বহুবার দরবার করলেও তাঁকে হতাশ করলেন শাহ-নাড্ডা-রা। বসুন্ধরার পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে সাংসদ থেকে বিধায়ক হওয়া দিয়া কুমারি-র নাম শোনা যাচ্ছিল।

দেখুন এক্স

দেখুন ভিডিয়ো

মধ্য়প্রদেশে মোহন যাদব, রাজস্থানে ভজনলাল শর্মা, ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাউ- বিজেপির তিন নতুন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ভোটে জেতা তিন রাজ্যেই হেভিওয়েট বা প্রাক্তন মুখ্যমন্ত্রীরদের মধ্যে ফের কাউকে না বসিয়ে তুলনায় লো প্রোফাইল ব্যক্তিদের সিংহাসনে বসাল বিজোপির হাইকমান্ড। নরেন্দ্র মোদী-অমিত শাহ-রা নিশ্চিত করলেন দলের নিয়ন্ত্রণ যেন পুরোপুরি দিল্লির হাতেই থাকে। রমন সিং, শিবরাজ সিং চৌহান থেকে বসুন্ধরা রাজে। সব বড় নাম, দাবিদারদের সরিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি মেনে চলা ব্যক্তিদেরই রাজত্বভার দেওয়া হল। শুধু বিরোধী রাজনীতিতে নয়, দলেও আর মোদী-শাহকে চ্য়ালেঞ্জ জানানোর মত কেউ থাকলেন না। শিবরাজ, বসুন্ধরাদের রাজের অবসান হল।